বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের বিরতি আজ (বৃহস্পতিবার)। ঢাকা পর্বে দ্বিতীয়বারের মত এ বিরতিতে গেল বিপিএল।
চলতি মাসের ৮ তারিখে সিলেট পর্ব শেষে ১১ নভেম্বর থেকে বিপিএলের ঢাকা পর্ব শুরু হয়। ঢাকায় চারটি ম্যাচ হবার পর ১৩ নভেম্বর ছিল বিরতি। ১৪ ও ১৫ নভেম্বরের খেলা শেষে আবারও ঢাকা পর্বে দ্বিতীয়বারের মত বিরতি গেল বিপিএল।
আগামী ১৭ নভেম্বর থেকে আবারও শুরু হবে বিপিএলের ঢাকা পর্বের খেলা। ঐদিন রয়েছে দু’টি খেলা। দিনের প্রথম খেলায় দুপুর ২টায় লড়বে রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স। আর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে খুলনা টাইটান্স ও চিটাগং ভাইকিংস।
এদিকে, বুধবার বৃষ্টির কারণে দুটি ম্যাচই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে ৫ খেলায় ৩ জয় ও ১ হারে ৭ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা। অন্যদিকে ৬ খেলায় ৭ পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকলো সিলেট সিক্সাার্স। ৫ খেলায় ১ জয় ও ৩ হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে চিটাগং।