নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বাংলাদশের বিপক্ষে সিরিজ খেলতে এখন ঢাকায়। তবে দলের সঙ্গে নেই পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশাম। দলীয় সিদ্ধান্তে বিশ্বকাপ স্কোয়াডে থাকা কাউকে দলে রাখেনি কিউরা। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে আরব আমিরাতে আছেন নিশাম।
আরব আমিরাতে বসে নিজ দেশের খেলা দেখতে চান নিশাম। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের খেলা দেখার চ্যানেল খুঁজছেন তিনি। অনেকে তাকে সমাধানও দিয়েছেন।
Does anyone know if the @BLACKCAPS v @BCBtigers series is on tv in the UAE? If yes, which channel? If no, how can I watch it online?
— Jimmy Neesham (@JimmyNeesh) September 1, 2021
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে চ্যানেলের খোঁজ করে টুইট করেন জিমি নিশাম। সেখানে তিনি বলেন, ‘কেউ কি জানেন, নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার সিরিজটি আরব আমিরাতে টিভিতে দেখা কি না? যদি দেখায়, তাহলে কোন চ্যানেল? যদি না দেখায়, তাহলে অনলাইনে কীভাবে দেখব?’
নিশামের এ টুইটের পর অনেকেই তাকে সমাধান দিয়েছেন। বাংলাদেশ সময় বিকাল চারটায় শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি। বিশ্বব্যাপী অনলাইনে সিরিজটি সম্প্রচার করবে র্যাবিটহোলবিডি।
Gutted I can’t be there but wishing the @BLACKCAPS boys all the best against Bangladesh! Be brave and show your skills, you got this
— Jimmy Neesham (@JimmyNeesh) September 1, 2021
সমাধান পাওয়ার পর কিউইদের জন্য শুভকামনা আরেকটি টুইট করেন নিশাম। সেখানে তিনি লিখেছেন, ‘দুর্ভাগ্য আমি সেখানে (বাংলাদেশ) থাকব না। তবে নিউজিল্যান্ড দলের সবাইকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য শুভকামনা। সাহস নিয়ে খেলো এবং নিজের স্কিল দেখিয়ে দাও।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]