ইংল্যান্ড ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমালেন লিয়াম প্লাঙ্কেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৩ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১
ইংল্যান্ড ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমালেন লিয়াম প্লাঙ্কেট

ইংল্যান্ডের ক্রিকেটকে বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রের হয়ে মাঠে নামার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন লিয়াম প্লাঙ্কেট। যুক্তরাষ্ট্র ক্রিকেটের নতুন টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটে কায়া ওভালের হয়ে মাঠে নামবেন তিনি।

ইংল্যান্ডের হয়ে ১৩ টেস্ট, ৮৯ ওয়ানডে এবং ২২ টি-টোয়েন্টি খেলেছেন লিয়াম প্লাঙ্কেট। এছাড়াও ২০১৯ বিশ্বকাপ জয়ে ফাইনালে বড় ভূমিকা রেখেছিলেন এ পেসার।

প্লাঙ্কেটের ঘরোয়া ক্যারিয়া শুরু হয়েছিল ডারহামের হয়ে। এরপর ইয়র্কশায়ার এবং সারের হয়েও খেলেছিলেন তিন। সর্বশেষ তিন ইংলিশ ঘরোয়া মৌসুমে সারের হয়ে খেলেছিলেন।

যুক্তরাষ্ট্রে হয়ে খেলতে বেশ রোমাঞ্চিত বলে জানিয়েছেন লিয়াম প্লাঙ্কেট। তিনি আরও জানান, মেজর লিগ ক্রিকেট দিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে পেরে আনন্দিত।

প্লাঙ্কেট বলেন, ‘আমার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় শুরু হচ্ছে। মেজর লিগ ক্রিকেটে খেলার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত এবং আমার লক্ষ্য থাকবে যুক্তরাষ্ট্রের ক্রিকেট উন্নয়নে সাহায্য করা।’

ইংলিশদের হয়ে ক্যারিয়ারের ইতি টেনে দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। প্লাঙ্কেট বলেন, 'ইংল্যান্ডের হয়ে আমার ক্যারিয়ার দারুণভাবে উপভোগ করেছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর আমি দারুণ উচ্ছসিত। আমি খেলোয়াড় ও কোচ হিসেবে যুক্তরাষ্ট্রের খেলাধুলার উন্নয়নে অবদান রাখতে চাই।'

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটকে বিদায় বললেন স্টেইন

ক্রিকেটকে বিদায় বললেন স্টেইন

সৌম্য-লিটন-নাঈম, ওপেনিং নিয়ে মধুর বিড়ম্বনায় কোচ

সৌম্য-লিটন-নাঈম, ওপেনিং নিয়ে মধুর বিড়ম্বনায় কোচ

মাঠে দর্শক ফেরাচ্ছে পাকিস্তান

মাঠে দর্শক ফেরাচ্ছে পাকিস্তান

ভারতীয় ক্রিকেটে ফিরলেন হংকংয়ের সাবেক অধিনায়ক

ভারতীয় ক্রিকেটে ফিরলেন হংকংয়ের সাবেক অধিনায়ক