বিশ্বকাপে বাংলাদেশ দল প্রস্তুত : মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৫ এএম, ০১ সেপ্টেম্বর ২০২১
বিশ্বকাপে বাংলাদেশ দল প্রস্তুত : মাহমুদউল্লাহ

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ১০ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে। আইসিসির এমন ঘোষণার পর অনেক দেশই তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। সেক্ষেত্রে বাংলাদেশ এখনো নিশ্চুপ। তবে বিশ্বকাপের জন্য দল প্রস্তুত বলে জানালেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

অস্ট্রেলিয়ার পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। ধারণা ছিল, নিউজিল্যান্ড সিরিজের আগেই বিশ্বকাপ দল জানিয়ে দেবে বাংলাদেশ। তবে সেটি আর হয়নি। বুধবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া নিউজিল্যান্ড সিরিজের মধ্যেই বিশ্বকাপের দল জানিয়ে দেবেন নির্বাচকরা।

নিউজিল্যান্ড সিরিজের আগে মঙ্গলবার (৩১ আগস্ট) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে এমন তথ্য জানালেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘বিশ্বকাপের দল প্রস্তুত, অল সেট। কোচের সাথে আমার কথা হয়েছে। আশা করি সিরিজের মধ্যেই জানতে পারবেন।’

সিরিজের আগে দল ঘোষণা হলে ক্রিকেটাররা অনেকটা নির্ভার থাকতে পারতেন বলেও মত দেন তিনি। বলেন, ‘হ্যাঁ, আগে জানলে অনেকটা নির্ভার থাকতে পারত। তবে এতে কোন সমস্যা হবে বলে মনে করি না। সবাই সবার খেলাটা খেলবে।’

নিউজিল্যান্ড সিরিজে উইকেটের পিছনে কে দাঁড়াবে তা নিয়েও বেশ কথা হচ্ছিলো। সোমবার (৩০ আগস্ট) কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন প্রথম দুই ম্যাচে নুরুল হাসান সোহান এবং সিরিজের তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টিতে উইকেটের পিছনে থাকবেন মুশফিকুর রহিম। কোচের এ সিদ্ধান্তে দুইজনই খুশি বলে জানিয়েছেন কাপ্তান রিয়াদ।

রিয়াদ বলেন, ‘প্রভাবের কিছু নেই। মুশফিক দলের একজন সদস্য। সে দারুণ একজন সতীর্থ। সোহানের সাথে কিপিং ভাগাভাগি করতে পেরে সে খুশি। সবকিছু ঠিকাছে। মুশফিক খুশি, সোহানও খুশি। সোহান ইদানীং অনেক ভালো করছে। মুশফিক তো কয়েক বছর ধরেই ভালো করছে। কাজের চাপ ভাগাভাগি করে নিলে দলের জন্যই ভালো হবে।’

সোহান-মুশফিক ছাড়াও দলে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে লিটন দাসও আছেন। তবে তাকে এ সিরিজে তাকে উইকেটের পিছনে দেখা যাবে না। লিটনও উইকেটের পিছনে দুর্দান্ত বলে জানিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

লিটনের বিষয়ে রিয়াদ বলেন, ‘লিটনের কিপিংয়ের কথা তো এখনও বলাই হয়নি! সবাই সমানভাবে ভালো করছে। পুরো দলই এ ব্যাপারে ইতিবাচক।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সৌম্য-লিটন-নাঈম, ওপেনিং নিয়ে মধুর বিড়ম্বনায় কোচ

সৌম্য-লিটন-নাঈম, ওপেনিং নিয়ে মধুর বিড়ম্বনায় কোচ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের অফিসিয়ালদের নাম প্রকাশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের অফিসিয়ালদের নাম প্রকাশ

ভাগ করে উইকেটের পিছনে দাঁড়াবেন মুশফিক-সোহান

ভাগ করে উইকেটের পিছনে দাঁড়াবেন মুশফিক-সোহান

মাঠে দর্শক ফেরাচ্ছে পাকিস্তান

মাঠে দর্শক ফেরাচ্ছে পাকিস্তান