করোনাভাইরাস মহামারির কারণে মাঝপথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর স্থগিত করা হয়েছিল। আগামী সেপ্টেম্বরে আবারও মাঠে গড়াচ্ছে আইপিএলের স্থগিতকৃত অংশ। আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এ অংশে খেলার জন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের অনুমতি পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দুশমন্থ চামিরা।
আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মাঠে নামবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দুশমন্থ চামিরা। এর আগে অজি ক্রিকেটার অ্যাডাম জাম্পা এবং কেন রিচার্ডসনের পরিবর্তে তাদেরকে দলে ভিড়িয়েছিল ব্যাঙ্গালুরু।
লঙ্কান দুই ক্রিকেটার ছাড়াও সিঙ্গাপুরের ক্রিকেটার টিম ডেভিডকে দলে ভিড়িয়েছে ব্যাঙ্গালুরু। কিছুদিন আগে শোনা গিয়েছিল আইপিএলে খেলার জন্য আবেদন করেননি লঙ্কান দুই ক্রিকেটার।
পরবর্তীতে আইপিএলে খেলার জন্য অনুমতি চান এ দুই ক্রিকেটার। যার পরিপ্রেক্ষিতেই তাদেরকে অনুমতি দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তবে আইপিএল শেষ না করেই লঙ্কা দলের সাথে যোগ দিতে বলা হয়েছে।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বাকপের প্রাথমিক পর্বে খেলবে শ্রীলঙ্কা। তাই বিশ্বকাপকে সামনে রেখে বেশ আগেই প্রস্তুতি পর্ব শুরু করবে লঙ্কানরা। তাই ব্যাঙ্গালুরু প্লে অফ বা ফাইনালে উঠলে খেলতে পারবেন এ দুই ক্রিকেটার।
ক্রিকেটারদের অনুমতি দেওয়ার বিষয়ে এসএলসি জানায়, ‘টেকনিক্যাল পরামর্শক কমিটির সাথে আলোচনা করে এসএলসি ক্রিকেটারদের আইপিএলে খেলার অনুমতি দিয়েছে।’
বিবৃতিতে তারা আরও জানিয়েছে, ‘ক্রিকেটাররা আগামী ১০ অক্টোবর শ্রীলঙ্কার দলে সাথে যোগ দিবে। একই সঙ্গে দুইটি প্রস্তুতি ম্যাচও খেলবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]