বাজে ফিল্ডিংয়ের কারণে প্রায় সময়ই বিপদে পড়ে বাংলাদেশ। তবে সম্প্রতি আফিফ-শামীমরা ফিল্ডিংয়ে আশার আলো জালিয়েছেন। তাদের কাছ থেকে ফিল্ডিং শিখতে চান আরেক তরুণ অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে রোববার (২৯ আগস্ট) মিরপুরে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় আফিফ-শামীমদের ফিল্ডিংয়ের প্রশংসা করেন মেহেদী হাসান।
মেহেদী জানান, ম্যাচ চলাকালীন তাদের ফিল্ডিং বেশ উপভোগ করেন। বলেন, ‘আপনি ৫০ রান বাঁচাতে পারবেন না। ১৫-২০ রান বাঁচালেই পার্থক্য তৈরি হয়। আফিফ-শামীম-শান্তদের মতো ভালো ফিল্ডার আমাদের দেশে আছে। ম্যাচ চলাকালীন আমি ওদের ফিল্ডিং অনেক উপভোগ করি। আমি ওদের কাছ থেকে শিখতে চাই।’
চলতি বছর জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজের দুর্দান্ত ফিল্ডিং করেছে বাংলাদেশ। সে ধারাবাহিকতা নিউজিল্যান্ড সিরিজেও ধরে রাখতে চাই টাইগাররা।
টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ কাজে লাগালে তা পরিস্থিতি বদলে দেয় বলে জানান মেহেদী হাসান। তিনি বলেন, ‘একটি ভালো রান আউট বা ভালো ক্যাচ দলের মোমেন্টাম বদলে দেয়। টি-টোয়েন্টি হাই ইন্টেনসিটির খেলা। এখানে হাই ইন্টেনসিটি নিয়েই ফিল্ডিং করতে হয়। সুযোগ কম থাকে এবং সময়ও কম থাকে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তিন ম্যাচে ইনিংসে শুরুতেই বল করেছিলেন মেহেদী হাসান। নতুন বলে বল করতে গেলে উপভোগ করতে হয় বলে জানান তিনি। বলেন, ‘নতুন বলে বল করতে গেলে উপভোগ করতেই হয়। টি-টোয়েন্টি ক্রিকেটে মার খেলে উপভোগটা থাকে না। এ ফরম্যাটে অনেক চিন্তা ভাবনা করে বল করতে হয়। তাৎক্ষণিকভাবে অনেক কিছু করতে হয়।’
দলের প্রয়োজনের বোলার হিসেবেও দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। বলেন, ‘প্রধান অফ স্পিনার হিসেবে দায়িত্ব তো থাকবেই। আমাদের দলে আরও অলরাউন্ডার আছে যারা অফ স্পিন বোলিং করেন।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]