করোনাভাইরাস মহামারির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর মাঝপথেই স্থগিত করা হয়েছিল। আইপিএলের স্থগিতকৃত অংশে খেলার জন্য আনপত্তি পত্র (এনওসি) চেয়েছেন সাকিব আল হাসান।
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সে হয়ে খেলার জন্য এনওসি চেয়েছেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারশেন্স চেয়্যারম্যান আকরাম খান। তার মতে, ক্রিকেটাররা আইপিএল খেললে বাংলাদেশেরই লাভ।
সাকিব ছাড়াও আইপিএলে আছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তিনিও কিছুদিন আগে আইপিএলের এনওসির জন্য আবেদন করেছিলেন।
সাকিব এবং মোস্তাফিজ আইপিএল খেলবেন কিনা সে সিদ্ধান্ত বুধবার (১ সেপ্টেম্বর) জানানো হবে বলে জানিয়েছেন আকরাম খান।
আইপিএলের ১৪তম আসরের নিলাম থেকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগে কলকাতার হয়ে তিন ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব।
আইপিএল চলাকালীন সময় ঘরের মাঠে ইংল্যান্ডকে আতিথ্য দেওয়ার কথা ছিল। তবে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বাংলাদেশ সফর স্থগিত করায় আইপিএলে খেলতে তাদের কোনো বাধা নেই। এরই ধারাবাহিকতায় আইপিএলে খেলার জন্য এনওসি চেয়েছেন তারা দু'জন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]