কাবুল থেকে সবধরনের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। তাই বিকল্প উপায়ে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলকে বাংলাদেশে আসতে হবে। এরজন্য বাসে পাকিস্তান এসে সেখানে থেকে ফ্লাইটে বাংলাদেশ আসার পরিকল্পনা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তাই পাকিস্তানের ভিসার অপেক্ষায় আছে তারা।
যুব টেস্ট ও ওয়ানডে খেলতে মঙ্গলবার (৩১ আগস্ট) আফগান যুবাদের বাংলাদেশে আসার কথা ছিল। তবে আফগানিস্তানের পরিস্থিতি বিবেচনায় সিরিজটি পিছিয়ে যাচ্ছে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডে মিডিয়া ম্যানেজার হিকমত হাসান জানান, পাকিস্তানের ভিসা পেলেই বাংলাদেশের আসার প্রস্তুতি শুরু করবে তারা।
কিছুদিন আগে ভ্রমণ সংক্রান্ত জটিলতার কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করেছে আফগানিস্তান। বিমান যোগাযোগ বন্ধ থাকায় ভ্রমণ জটিলতার মধ্যে আছে আফগানরা।
আফগানরা ভ্রমণ সংক্রান্ত জটিলতায় থাকলেও সিরিজ খেলার জন্য মুখিয়ে আছে বাংলাদেশ। করোনাভাইরাস মহামারির কারণে ২০২২ যুব বিশ্বকাপের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু করতে পারেনি বাংলাদেশের যুবারা। তাই তো আফগানিস্তানের জন্য অপেক্ষায় আছে বাংলাদেশ।
সিরিজটি পিছিয়ে যেতে পারে এমন মানসিক প্রস্তুতি আগে থেকেই নিয়ে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সিরিজ আয়োজনের প্রস্তুতি নিয়ে রাখছে বলে জানিয়েছেন গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার।
আফগান সিরিজকে সামনে রেখে চলতি বছরের ১৯ আগস্ট থেকে বায়ো-বাবলে থেকে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। আফগানদের সাথে সিরিজে পাঁচটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের যুবাদের। এছাড়াও চলতি বছরের নভেম্বরে ভারতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]