সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্ত পারফর্ম করেছে পাকিস্তান। তবে ক্যারিবিয়ান সফরের আগে ইংল্যান্ডে গিয়ে চরম বাজে পারফর্মেন্স করেছে পাকিস্তান। তখনই গুঞ্জন উঠেছিল চাকরি হারাবেন কোচ মিসবাহ উল হক। তার পরিবর্তে জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ারকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছিল তারা। তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন আছে প্রধান কোচ হিসেবে বিদেশি কাউকে নিয়োগ দেওয়ার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সে তালিকায় সবার উপরে ছিলেন -অ্যান্ডি ফ্লাওয়ার। তবে পিসিবির দেওয়া সে প্রস্তাব ফিরিয়েছেন তিনি। জানিয়েছেন, আপাতত ফ্রাঞ্চাইজি ক্রিকেটেই মনযোগ দিয়েছেন তিনি।
ফ্রাঞ্চাইজি ক্রিকেটে প্রায় সব জায়গায় কাজ করছেন অ্যান্ডি ফ্লাওয়ার। পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানস, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া, আবুধাবি টি-টেন লিগে দিল্লি বুলস, দ্য হানড্রেডে ট্রেন্ট রকেটসের প্রধান কোচের দায়িত্বে আছেন তিনি।
এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের সহকারী কোচের দায়িত্বও পালন করছেন এ জিম্বাবুইয়ান। ফ্লাওয়ার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়াই পিসিবির জন্য কোচে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।
পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে, বিদেশি কোচ নিয়োগ দিলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন মিসবাহ। পিসিবির নতুন সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন রমিজ রাজা। এহসান মানির মতো তিনিও বিদেশি কোচ নিয়োগ দিতে চান। এর ফলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই চাকরি হারাতে পারেন তিনি।
২০১৯ সালে কোচ হিসেবে নিয়োগ পান মিসবাহ উল হক। দায়িত্ব নেওয়ার পত দেশটির টি-টোয়েন্টিতে চার ধাপ পিছিয়েছে। এছাড়াও ওয়ানডে এবং টেস্টেও পারফর্মেন্স তার পক্ষে কথা বলছে না।
মিসবাহর অধীনে ৩৪ টি-টোয়েন্টিতে মাত্র ১৬ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। এছাড়াও ১৬ টেস্টে ৭ জয় এবং ১১ ওয়ানডেতে ৬ জয় পেয়েছে পাকিস্তান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]