সিদ্ধান্ত বদল, অনুশীলন করেনি নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৪ এএম, ৩০ আগস্ট ২০২১
সিদ্ধান্ত বদল, অনুশীলন করেনি নিউজিল্যান্ড

তৃতীয় দিনের অনুশীলন সেশন করেনি নিউজিল্যান্ড ক্রিকেট দল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০ টায় অনুশীলনে আসার কথা থাকলেও মিরপুরে আসেনি কিউইরা। পরবর্তীতে এক বিজ্ঞপ্তিতে অনুশীলন বাতিলের কথা জানায় নিউজিল্যান্ড ক্রিকেট দল।

স্বাভাবিকভাবে অনুশীলন বাতিল করলে তা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়। তবে রোববার (২৯ আগস্ট) অনুশীলনের সময় মাঠে আসেনি কিউইরা। পরে নিউজিল্যান্ড দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া এদিনের অনুশীলন সূচি বাতিল করা হয়েছে। এ কারণেই মাঠে আসেনি তারা।

করোনাভাইরাস মহামারির কারণে হঠাৎই বিভিন্ন সময় সফর বা ম্যাচ বাতিলের মতো ঘটনা ঘটেছে। মিরপুরের কিউই দল অনুশীলনে না আসায় ঠিক সেরকম শঙ্কা দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত জানানো হয় বাতিল করা হয়েছে ব্ল্যাক ক্যাপসদের অনুশীলন সেশন।

অনুশীলন বাতিলের কারণ হিসেবে জানানো হয়, টানা দুইদিন অনুশীলন করা হয়েছে। তাই কোচের পরামর্শে বোরবারের অনুশীলন স্থগিত করা হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে চলতি বছরের ২৪ আগস্ট বাংলাদেশে এসেছে কিউইরা। তিনদিনের কোয়ারেন্টাইন শেষ করে শুক্রবার (২৭ আগস্ট) প্রথম অনুশীলন করে তারা। শনিবারও (২৮ আগস্ট) অনুশীলন করে তারা। রোববার অনুশীলনে না এলেও হোটেলে জিম করে তারা।

বুধবার (১ সেপ্টেম্বর) পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে না ৩,৫,৮ এবং ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই বিকাল ৪ টায় শুরু হবে আর ম্যাচের ভেন্যু শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ের ক্রিকেট প্রশাসনে জার্ভিস-চিগাম্বুরা

জিম্বাবুয়ের ক্রিকেট প্রশাসনে জার্ভিস-চিগাম্বুরা

মুশফিক-লিটনে শক্তিশালী হয়েছে ব্যাটিং লাইন-আপ : প্রিন্স

মুশফিক-লিটনে শক্তিশালী হয়েছে ব্যাটিং লাইন-আপ : প্রিন্স

অ্যাশেজ থেকে সরে দাঁড়াতে পারেন ১০ ইংলিশ ক্রিকেটার

অ্যাশেজ থেকে সরে দাঁড়াতে পারেন ১০ ইংলিশ ক্রিকেটার

ব্যাটার অ্যালেনের পরিবর্তে পেসার হেনরিকে দলে নিল নিউজিল্যান্ড

ব্যাটার অ্যালেনের পরিবর্তে পেসার হেনরিকে দলে নিল নিউজিল্যান্ড