জিম্বাবুয়ের ক্রিকেট প্রশাসনে জার্ভিস-চিগাম্বুরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৯ এএম, ৩০ আগস্ট ২০২১
জিম্বাবুয়ের ক্রিকেট প্রশাসনে জার্ভিস-চিগাম্বুরা

ইনজুরি এবং শারিরীক অসুস্থতার কারণে চলতি বছরেরই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন কাইল জার্ভিস। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এলটন চিগাম্বুরা। অবসরের জিম্বাবুয়ে ক্রিকেটে (জেডসি) নতুন দায়িত্ব নিবেন তারা দুইজন।

তৃণমূল পর্যায় থেকে প্রতিভা নিয়ে আসার কাজ করছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সেসব তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের সাথে কাজ করবেন জার্ভিস এবং চিগাম্বুরা। এছাড়াও তৃণমূলে প্রতিভা অন্বেষণ প্রোগ্রামের মেন্টর হিসেবেও থাকবেন তারা। রোববার (২৯ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জেডসি।

জেডসির ক্রিকেট পরিচালক হ্যামিল্টন মাসাকাদজা বলেন,‘আমরা সর্বোচ্চ পর্যায়ে খেলা এলটন এবং কাইলকে পেয়ে উচ্ছ্বসিত। আমরা একটি পূর্ণাঙ্গ স্কাউটিং নেটওয়ার্ক প্রতিষ্ঠার জন্য কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘এতে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের ক্রিকেট উন্নয়ন ব্যবস্থার মাধ্যমে তরুণ ক্রিকেটারদের দেখাশুনা করা হবে। যুব পর্যায়ের মেধাবী গড়ে তোলার সবধরনের ব্যবস্থা করা হবে।’

চলতি বছরের জুনে পেশাদার ক্রিকেটকে বিদায় জানান কাইল জার্ভিস। তিনি জিম্বাবুয়ের হয়ে ১৩ টেস্ট, ৪৯ ওয়ানডে এবং ২২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। এছাড়াও কলপ্যাক চুক্তিতে কাউন্টিতেও খেলার অভিজ্ঞতা আছে তার।

অপরদিক এলটন চিগাম্বুরা ২০২০ সালের নভেম্বরে ক্রিকেটকে বিদায় জানান। তিনি জিম্বাবুয়ের হয়ে ২১৩ ওয়ানডে, ১৪ টেস্ট এবং ৫৭ টি-টোয়েন্টি খেলেছেন। এ সময়ে ব্যাট হাতে প্রায় ছয় হাজার রান করেছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যাশেজ থেকে সরে দাঁড়াতে পারেন ১০ ইংলিশ ক্রিকেটার

অ্যাশেজ থেকে সরে দাঁড়াতে পারেন ১০ ইংলিশ ক্রিকেটার

ভারতকে ইনিংস ব্যবধানে হারিয়ে সমতায় ফিরলো ইংল্যান্ড

ভারতকে ইনিংস ব্যবধানে হারিয়ে সমতায় ফিরলো ইংল্যান্ড

নেপাল ক্রিকেটের দায়িত্ব ছাড়লেন হোয়াটমোর

নেপাল ক্রিকেটের দায়িত্ব ছাড়লেন হোয়াটমোর

মোস্তাফিজকে আটকাতে কিউইদের ভিন্ন পরিকল্পনা

মোস্তাফিজকে আটকাতে কিউইদের ভিন্ন পরিকল্পনা