নেপাল ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ডেভ হোয়াটমোর। টাইগারদের সাবেক এ গুরু পারিবারিক কারণেই পদত্যাগ করেছেন বলে জানা গেছে। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে নিজের পদত্যাগপত্রও জমা দিয়েছেন ডেভ হোয়াটমোর।
চলতি বছরের সেপ্টেম্বরে ওমানে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের লিগ টু সিরিজই হবে নেপালের হয়ে তার শেষ অ্যাসাইনমেন্ট। শুক্রবার (২৭ আগস্ট) নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পদত্যাগপত্রে ১৯ সেপ্টেম্বরের পর তাকে দায়িত্বে না রাখার অনুরোধ করেন তিনি।
শনিবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে ডেভ হোয়াটমোরের দায়িত্বে না থাকার বিষয়টি নিশ্চিত করেছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। ২০২০ সালের ডিসেম্বরে প্রধান কোচ হিসেবে নিয়োগ পান তিনি।
উমেশ পাটওয়ালের পদত্যাগের পর প্রায় এক বছর কোচহীন ছিল নেপাল। পরবর্তীতে হোয়াটমোরকে দায়িত্বে নিয়ে আসে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। চলতি বছরের শুরুতেই এক বছরের জন্য চুক্তি করেছিলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট সফল না হলেও ঘরোয়া ক্রিকেটে বেশ সফল ছিলেন ডেভ হোয়াটমোর। পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেও কোচ হিসেবে ক্রিকেটের সাথে জড়িয়ে ছিলেন তিনি। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের মতো দেশের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। তার অধীনেই ১৯৯৬ সালে বিশ্বকাপ নিজেদের করে নেয় শ্রীলঙ্কা।
জাতীয় দলের পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্য দল এবং অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্বেও ছিলেন। ২০০৮ সালে তার অধীনেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতে ভারত।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]