বাংলাদেশের বিপক্ষে অবৈধ বোলিং অ্যাকশন, নিষিদ্ধ জিম্বাবুয়ের স্পিনার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৫ এএম, ২৬ আগস্ট ২০২১
বাংলাদেশের বিপক্ষে অবৈধ বোলিং অ্যাকশন, নিষিদ্ধ জিম্বাবুয়ের স্পিনার

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের স্পিনার রয় কায়া। আন্তর্জাতিক ক্রিকেটে এখন তাকে শুধু মাত্র ব্যাটসম্যান হিসেবে খেলতে হবে। তবে ঘরোয়া ক্রিকেটে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের অনুমতি সাপেক্ষে বোলিং করতে পারবেন এ অফ স্পিনিং অলরাউন্ডার।

চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হন রয় কায়া। দুই ইনিংসে মিলে ২৩ ওভার বোলিং করেন। তবে শিকার করতে পারেননি কোনো উইকেট। ব্যাট হাতেও করতে পারেননি কোনো রান। বাংলাদেশ ম্যাচটি ২২০ রানে জিতে নেয়।

ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মঙ্গলবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, তারা রয় কায়ার বোলিংয়ের ফুটেজ বিশ্লেষণ করেছে। মহামারির এ সময়ে বিভিন্ন বিধিনিষেধের কারণে আইসিসি বায়ো-মেকানিক্যাল সেন্টারে তার বোলিং পরীক্ষা করা সম্ভব হয়নি।

ভিডিও বিশ্লেষণে আইসিসির বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছে, বোলিংয়ের সময় কায়ার হাত ১৫ ডিগ্রির বৈধ সীমা ছাড়িয়ে যায়। বোলিং অ্যাকশন ঠিক করার পর আবারও বোলিং করতে পারবেন তিনি।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে রয় কায়ার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। তখন তিনি দলে সুযোগ পেয়েছিলেন নিজের ব্যাটিং সামর্থ্যের জন্য। সীমিত ওভারের ক্রিকেটে অভিষেক ম্যাচই তার জন্য একমাত্র ম্যাচ হয়ে আছে। এরপর দুইটি টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর ঘরোয়া ক্রিকেটেও ফর্মে নেই রয় কায়া। নামিবিয়া ইগলসের বিপক্ষে খেলা তিন ম্যাচে বলার মতো কোনো সাফল্য নাই তার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সেঞ্চুরি করে রেকর্ড বুকে ফাওয়াদ আলম

সেঞ্চুরি করে রেকর্ড বুকে ফাওয়াদ আলম

অ্যাশেজে বাটলারকে নিয়ে শঙ্কা

অ্যাশেজে বাটলারকে নিয়ে শঙ্কা

সিপিএলের আগে আইসোলেশনে ব্রাথওয়েট

সিপিএলের আগে আইসোলেশনে ব্রাথওয়েট

ক্যারিবিয়ানদের অপেক্ষা বাড়িয়ে সিরিজ ড্র করলো পাকিস্তান

ক্যারিবিয়ানদের অপেক্ষা বাড়িয়ে সিরিজ ড্র করলো পাকিস্তান