ক্যারিবিয়ানদের অপেক্ষা বাড়িয়ে সিরিজ ড্র করলো পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৫ এএম, ২৬ আগস্ট ২০২১
ক্যারিবিয়ানদের অপেক্ষা বাড়িয়ে সিরিজ ড্র করলো পাকিস্তান

সিরিজে এগিয়ে থেকেও পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জেতা হলো না। ২০০৫ এবং ২০১১ সালেই একই ঘটনার পুনরাবৃত্তি করেছিল ক্যারিবিয়রা। জ্যামাইকা টেস্টে চারটিরও বেশি সেশনে বৃষ্টি, আলোকস্বল্পতা সব মিলিয়ে ম্যাচ নিশ্চিত ড্রয়ের দিকে আগাচ্ছিলো। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিয়ে সিরিজ ড্র করেছে পাকিস্তান।

তরুণ পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির আগুনঝরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১০৯ রানের ব্যবধানে ম্যাচ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। এর আগে ২০০৫ এবং ২০১১ সালেও ক্যারিবিয় মাটিতে সিরিজ ড্র করেছিল পাকিস্তান।

পাকিস্তানের হয়ে দুই ইনিংসে ১০ উইকেট শিকার করে পাকিস্তানের জয়ের নায়ক শাহিন শাহ আফ্রিদি। তবে শাহিন শাহকে জয়ের নায়ক হওয়ার পথ গড়ে দিয়েছিলেন ফাওয়াদ আলম। প্রথম ইনিংস রেকর্ড গড়া সেঞ্চুরিতে জয়ের ভিত্তি পেয়েছিল পাকিস্তান।

সর্বশেষ ২০০১ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এরপর মুখোমুখি হওয়া তিনবারই সিরিজ ড্র করেছে তারা।

পঞ্চম দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য ছিল পুরোদিন ব্যাট করে ২৮০ রান করলেই ম্যাচ জিতে নিবে। জয়ের লক্ষ্যে না খেলে ড্রয়ের উদ্দেশ্যে ব্যাটিং করতে নামে ক্রেইগ ব্রাথওয়েটের ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় উইকেট জুটিতে আলজারি জোসেফ এবং অধিনায়ক মিলে ভালোই শুরু করেছিলেন। পাকিস্তানি বোলারদের ভালোই জবাব দিচ্ছিলেন।

এরপরই রঙ্গমঞ্চে আসেন পেসার শাহিন শাহ আফ্রিদি। বোলিংয়ে এসেই আলজারি জোসেফকে ফেরান। এরপর আক্রমণে যোগ দেন আরেক পেসার হাসান আলি। পুরো সিরিজে নিজের ছায়া হয়ে থাকলেও এনক্রুমাহ বোনারকে ফিরিয়ে পাকিস্তানকে জয়ের কাছাকাছি নিয়ে যান।

প্রথম সেশনে ১ উইকেটে ৬৫ রান থেকে পরিণত হয় ৪ উইকেটে ৭৩ রান। এরপরই জার্মেইন ব্ল্যাকউডকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন কাপ্তান ব্রাথওয়েট। এরপরই নুমান আলির দুর্দান্ত বোলিংয়ে ফিরে যান ব্ল্যাকউড।

ব্ল্যাকউডের বিদায়ের পর বেশিক্ষণ উইকেট থাকতে পারেননি ব্রাথওয়েট। নুমান আলির বলে ফাওয়াদ আলমের কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়েন ফেরেন তিনি।

এরপর দলকে ড্রয়ের স্বপ্ন দেখানো শুরু করেন কাইল মেয়ার্স এবং জেসন হোল্ডার। সময়ের সাথে সাথে দলকে রান এনে দিচ্ছিলেন তারা দুইজন। তখনই আফ্রিদির বোলিংয়ে অফস্ট্যাম্পের বাইরের বল ব্যাটের কোণায় লেগে জমা হয় উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। ফিরে যান কাইল মেয়ার্স।

এরপর হোল্ডার প্রতিরোধ গড়ে তুললেও দলকে বাচাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ১০৯ রানের বিশাল ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ পৌঁছে করোনা পজিটিভ এক কিউই ক্রিকেটার

বাংলাদেশ পৌঁছে করোনা পজিটিভ এক কিউই ক্রিকেটার

ল্যাঙ্গাভেল্ট-ডালা ছাড়াই শ্রীলঙ্কায় যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

ল্যাঙ্গাভেল্ট-ডালা ছাড়াই শ্রীলঙ্কায় যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল

ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল

সিপিএলের আগে আইসোলেশনে ব্রাথওয়েট

সিপিএলের আগে আইসোলেশনে ব্রাথওয়েট