সিপিএলের আগে আইসোলেশনে ব্রাথওয়েট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৫ এএম, ২৫ আগস্ট ২০২১
সিপিএলের আগে আইসোলেশনে ব্রাথওয়েট

দ্য হানড্রেড খেলে দেশে ফিরে বিপাকে পড়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট। তার ফ্লাইটে থাকা একজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে কর্তৃপক্ষ। কোয়ারেন্টাইনজনিত সমস্যার কারণে তাকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

ইংল্যান্ডের প্রথম ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডের দল ম্যানচেস্টার অরিজিনালসের অধিনায়ক ছিলেন ব্রাথওয়েট। আসর শেষ করে নিজ দেশের সিপিএল খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজের ফ্লাইটে আসেন তিনি। তবে ইংল্যান্ড থেকে সে ফ্লাইটে একজন করোনা পজিটিভ আসায় ব্রাথওয়েটকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ব্রাথওয়েট বলেন, ‘আমি যতটুকু আমার করোনা টেস্ট নেগেটিভ ছিল। আমাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। জানি না কতদিন থাকতে হবে। আমাদেরকে শুধু বলা হয়েছে হোটেলের আশেপাশে হাঁটার অনুমতি দেওয়া হয়েছে।’

কতদিন পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে তা এখনও না জানানোয় কোয়ারেন্টাইন পালন করতে আপাতত রুমেই আছেন বলে জানান তিনি। সিপিএলের জন্য প্রস্তুতি নিতে শারীরিকভাবে প্রস্তুতি নিচ্ছেন বলেজানান তিনি।

ব্রাথওয়েট বলেন, ‘কতদিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে তা এখনও জানতে পারি নি। আমি শুধু আমার রুমেই আছি। এখানে বসেই শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করছি।’

বৃহস্পতিবার (২৬ আগস্ট) গায়ানা আম্যাজন এবং ত্রিনিবাগো নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সিপিএলের এবারের আসর। শুক্রবার (২৭ আগস্ট) এবারের আসরের প্রথম ম্যাচ খেলতে নামবে জ্যামাইকা তালওয়াস। সেখানে ব্রাথওয়েটের জ্যামাইকার প্রতিপক্ষ সেন্ট লুসিয়া কিংস। তবে কোয়ারেন্টাইন সমস্যায় তার ম্যাচ খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বর্ণবাদের অভিযোগে ক্ষমা চাইলেন বাউচার

বর্ণবাদের অভিযোগে ক্ষমা চাইলেন বাউচার

ল্যাঙ্গাভেল্ট-ডালা ছাড়াই শ্রীলঙ্কায় যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

ল্যাঙ্গাভেল্ট-ডালা ছাড়াই শ্রীলঙ্কায় যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

স্থগিত হলো পাকিস্তান-আফগানিস্তান সিরিজ

স্থগিত হলো পাকিস্তান-আফগানিস্তান সিরিজ

সেঞ্চুরি করে রেকর্ড বুকে ফাওয়াদ আলম

সেঞ্চুরি করে রেকর্ড বুকে ফাওয়াদ আলম