করোনাভাইরাস মহামারির প্রোটোকল অনুযায়ী শ্রীলঙ্কা সফরে যেতে পারেছেন না দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট এবং পেসার জুনিয়র ডালা। শ্রীলঙ্কা সরকারের নিয়মানুযায়ী দেশটিতে প্রবেশের আগে ২১ দিনের মধ্যে কেউ করোনা আক্রান্ত হতে পারবেন না।
কয়েক সপ্তাহ আগে কোভিড-১৯ পজিটিভ হন শার্ল ল্যাঙ্গাভেল্ট এবং জুনিয়র ডালা। পরবর্তীতে দুইজনই নেগেটিভ হয়েছিলেন। তবে দেশটিতে প্রবেশে আগের ২১ দিনের সময়সীমার মধ্যে করোনা পজিটিভ থাকায় তারা সফর সঙ্গী হতে পারবেন না।
প্রায় তিন বছর পর প্রোটিয়া ওয়ানডে দলে সুযোগ পেলেছিলেন জুনিয়র ডালা। সর্বশেষ ২০১৮ সালে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে খেলেছিলেন তিনি। তবে এবার সুযোগ পেয়েও নিয়মের বাধায় খেলতে পারছেন না তিনি।
জুনিয়র ডালার পরিবর্তে দলে সুযোগ পেয়েছে লুথো সিপামলা। লুথো সিপামলা প্রোটিয়াদের হয়ে ৫ ওয়ানডে এবং ৯ টি-টোয়েন্টি খেলেছেন।
বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্টের অনুপস্থিতিতে বোলিং কোচের দায়িত্ব পালন করবেন মান্ডলা মাশিমবি। সম্প্রতি শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সহকারী কোচ এনক এনকউইয়ের বদলি হিসেবে ছিলেন।
লঙ্কা সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠের লড়াই শুরু করবে দক্ষিণ আফ্রিকা। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]