ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২১ এএম, ২৫ আগস্ট ২০২১
ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় খেলোয়াড়, কোচিং স্টাফ মিলে নিউজিল্যান্ড থেকে ২০ জনের একটি দল ঢাকা এসে পৌঁছায়। এর আগে ঢাকা এসেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম।

বিমানবনাদর থেকে সরাসরি হোটেলে চলে গেছেন নিউজিল্যান্ড ক্রিকেট দল। সেখানে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে করোনা পরীক্ষা দিয়ে পাস করে মাঠের অনুশীলনের ফিরবে তারা। এরপর ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

নিউজিল্যান্ড ক্রিকেট দল ঢাকা আসার দিনে অর্থাৎ, আজ মঙ্গলবার (২৪ আগস্ট) থেকেই হোটেলে সুরক্ষা বলয়ে উঠবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোয়ারেন্টাইন পালন করতে হলেও বাংলাদেশকে তা পালন করতে হবে না।

বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে মাত্র ১০ দিনে। তবে মাহমুদউল্লাহ রিয়াদদের থাকতে হবে টানা ১৯ দিনের জৈব সুরক্ষা বলয়ে।

বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মাহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল
টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি,স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র , বেন সিয়ারস, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়ং।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মিঠুনকে বাদ দিয়ে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা

মিঠুনকে বাদ দিয়ে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা

কিউই কোচিং প্যানেলে যুক্ত হলেন শেন বন্ড

কিউই কোচিং প্যানেলে যুক্ত হলেন শেন বন্ড

সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা