বিগব্যাশের দল সিডনি সিক্সার্সে কার্লোস ব্রাথওয়েট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৬ এএম, ২৪ আগস্ট ২০২১
বিগব্যাশের দল সিডনি সিক্সার্সে কার্লোস ব্রাথওয়েট

অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি ক্রিকেট বিগব্যাশের দিল সিডনি সিক্সার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার কার্লোস ব্রাথওয়েট। সর্বশেষ দ্য হানড্রেডে ম্যানচেস্টার অরিজিনিলাসের হয়ে খেলেছেন। এছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল জ্যামাইকা তালওয়াসের হয়ে মাঠে নামবেন তিনি।

বিগব্যাশের সর্বশেষ আসরেও সিডনি সিক্সার্সের হয়ে মাঠে নেমেছিলেন ব্রাথওয়েট। এরই ধারাবাহিকতায় তার সাথে চুক্তি করেছে সিডনি সিক্সার্স।

সিক্সার্সের সাথে চুক্তির পর ব্রাথওয়েট বলেন, ‘সর্বশেষ আসরে জয় পাওয়া এবং সাফল্য এখানে ফিরে আসতে সহযোগিতা করেছে। সর্বশেষ আসরের সাফল্য আমাকে এখানে আসতে অনুপ্রেরণা দিয়েছে।’

সিডনি দারুণ একটি মৌসুমে কাটাতে পারবেন বলে আশাবাদী ব্রাথওয়েট। জানিয়েছেন, সিডনির হয়ে সাফল্য পেতে বেশ আগ্রহী হয়ে আছেন তিনি। ব্রাথওয়েট বলেন, ‘সিডনির হয়ে শিরোপা চ্যালেঞ্জ নিতেই আমি এখানে এসেছি।’

চলতি মৌসুমে ব্রাথওয়েট দ্য হানড্রেড ফ্রাঞ্চাইজি লিগ খেলেছেন। এখন জ্যামাইকা তালওয়াসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) মাতাতে প্রস্তুত হচ্ছেন।

সিডনি সিক্সার্সে দলে মাত্র দুইজন বিদেশি ক্রিকেটার থাকবেন। ব্রাথওয়েট ছাড়া বাকিজন হলেন ইংলিশ ক্রিকেটার টম কারান।

চলতি বছরের ৫ ডিসেম্বর মেলোবোর্ন স্টার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিগব্যাশ মৌসুম শুরু করবে সিডনি সিক্সার্স। প্রথম ম্যাচের ভেন্যু সিডনি ক্রিকেট গ্রাউন্ড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সুযোগ পেয়েও আইপিএলের ছাড়পত্র নেননি হাসারাঙ্গা-চামিরা

সুযোগ পেয়েও আইপিএলের ছাড়পত্র নেননি হাসারাঙ্গা-চামিরা

আফগান ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন আনলো তালেবানরা

আফগান ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন আনলো তালেবানরা

অ্যাশেজে বাটলারকে নিয়ে শঙ্কা

অ্যাশেজে বাটলারকে নিয়ে শঙ্কা

সিপিএল নয়, নিউজিল্যান্ড সিরিজ খেলবেন সাকিব

সিপিএল নয়, নিউজিল্যান্ড সিরিজ খেলবেন সাকিব