সুযোগ পেয়েও আইপিএলের ছাড়পত্র নেননি হাসারাঙ্গা-চামিরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২৩ আগস্ট ২০২১
সুযোগ পেয়েও আইপিএলের ছাড়পত্র নেননি হাসারাঙ্গা-চামিরা

বদলি ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিতকৃত অংশে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দুশমন্থ চামিরা। তবে তারা কেউই আইপিএলে খেলার জন্য ছাড়পত্রের আবেদন করেননি।

দেশে বাইরে কোনো টুর্নামেন্টে খেলার জন্য নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) লাগে। তবে আইপিএল খেলার জন্য এখনও এনওসি বা ছাড়পত্রের জন্য আবেদন করেননি বলে জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) ক্রিকেট পরিচালক মোহন ডি সিলভা।

তিনি আরও জানিয়েছেন, ব্যাঙ্গালুরুর সাথে তাদের বিষয়টি এসএলসি জানে না। তাই তারা আইপিএলে খেলার জন্য এনওসি পাবেন কিনা সে ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নেয়নি লঙ্কান ক্রিকেট বোর্ড।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহন বলেন, ‘আমার এ সম্পর্কে কোনো কিছুই জানি না। এ মাসের শেষের দিকে লকডাউনে পড়বো। আমরা এখনও তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।’

আইপিএলে খেলার জন্য এনওসির আবেদন করলে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এসএলসির ক্রিকেট পরিচালক। তিনি বলেন, ‘তাদেরকে (হাসারাঙ্গা ও চামিরা) এনওসির জন্য আবেদন করতেই হবে। তাদেরকে আইপিএলের কোন দল ভিড়িয়েছে সে বিষয়ে আমরা কিছুই জানি না। এছাড়াও তারা আমাদের কাছে কোনো অনুমতিও চায়নি।’

আইপিএলের ১৪তম আসরে নিলাম অবিক্রিত ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দুশমন্থ চামিরা। তবে এবার বদলি ক্রিকেটার হিসেবে তাদেরকে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম জাম্পা এবং ড্যানিয়েল স্যামস আইপিএলে স্থগিতকৃত অংশে দলে যোগ দিবেন না। তাদের বদলি হিসেবেই হাসারাঙ্গা এবং চামিরাকে দলে নিয়েছে ব্যাঙ্গালুরু।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে সুযোগ পেলেন সিঙ্গাপুরের ক্রিকেটার

আইপিএলে সুযোগ পেলেন সিঙ্গাপুরের ক্রিকেটার

অবশেষে কেন্দ্রীয় চুক্তিতে ১৮ লঙ্কান ক্রিকেটার, নেই ম্যাথিউস

অবশেষে কেন্দ্রীয় চুক্তিতে ১৮ লঙ্কান ক্রিকেটার, নেই ম্যাথিউস

আইপিএলে অনিশ্চিত কামিন্সসহ চার অজি তারকা

আইপিএলে অনিশ্চিত কামিন্সসহ চার অজি তারকা

পাঞ্জাব কিংসে নাম লেখালেন নাথান এলিস

পাঞ্জাব কিংসে নাম লেখালেন নাথান এলিস