করোনাভাইরাস মহামারির প্রকোপ বাড়ায় পুরো দেশ জুড়ে ১০ দিনের লকডাউন দিয়েছে শ্রীলঙ্কা সরকার। এতে করেই আবারও পাকিস্তান-আফগানিস্তান সিরিজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। শীঘ্রই আসবে সিরিজের বিষয়ে সিদ্ধান্ত।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজটি সংযুক্ত আরব আমিরাতে মাঠে আয়োজিত হওয়ার কথা ছিল। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু আরব আমিরতা হওয়ায় সেখান থেকে সিরিজটি শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘরের মাঠে সিরিজ আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও সাড়া দেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এসিবি পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায় দুই বোর্ডের সমঝোতায় শ্রীলঙ্কায় নিরপক্ষে ভেন্যুতে সিরিজ আয়োজন করার সিদ্ধান্ত হয়। চলতি বছরের ৩-৯ সেপ্টেম্বর সিরিজটি অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কা সরকার দেশটিতে লকডাউন ঘোষণা করেছে। এতেই অনিশ্চয়তায় পড়েছে সিরিজের ভবিষ্যত। ইতিমধ্যেই দলকে শ্রীলঙ্কায় পাঠানোর সব প্রস্তুতি শেষ করেছে। আগামী কিছুদিনের মধ্যেই দল পাঠানো হবে বলে জানিয়েছেন এসিবির প্রধান নির্বাহী হামিদ শেনওয়ারি।
এ বিষয়ে হামিদ শেনওয়ারি বলেন, ‘আমরা আশা করি আগামী চার দিনের মধ্যে দল চলে যাবে। আমরা পিসিবি এবং শ্রীলঙ্কা ক্রিকেট উভয়ের সঙ্গেই আলোচনা করেছি এবং তারা এ বিষয়ে অবগত আছে। এসএলসির (শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড) কাছে কৃতজ্ঞতা আমাদেরকে আথিতেয়তা দেওয়ার জন্য। তারা সত্যিই উদার।’
আফগানিস্তান জুড়ে চলমান অস্থিরতার কারণে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। ফ্লাইট শুরু হওয়া মাত্রই আফগানিস্তান দল দেশ ছাড়বে বলে জানিয়েছেন এসিবির প্রধান নির্বাহী। পাকিস্তান সিরিজকে সামনে রেখে কাবুলে অনুশীলন করছে দেশের ভিতরে থাকার ক্রিকেটাররা।
হামিদ শেনওয়ারি বলেন, ‘শ্রীলঙ্কার মাটিতে সিরিজের জন্য দল প্রস্তুতি নিচ্ছে। ফ্লাইট পাওয়া মাত্রই দল শ্রীলঙ্কা যাবে। পুরো দল কাবুলে অনুশীলন করছে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]