ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নবম আসর শুরু হচ্ছে ২৬ আগস্ট (বৃহস্পতিবার)। আসন্ন এ আসরে খেলা হচ্ছে না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। কারণ, একই সময়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন সাকিব।
সিপিএলে জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাঠে নামার কথা ছিল টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিবের। সাকিব না খেলায় তার পরিবর্তে অস্ট্রেলিয়ার স্পিন অলরাউন্ডার ক্রিস গ্রিনকে দলে নিয়েছে জ্যামাইকা।
১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আর সিপিএল শেষ হবে ১৫ সেপ্টম্বর। ফলে সাকিবকে ছাড়াই মাঠে নামবে জ্যামাইকা। চলতি বছরের মে মাসে ড্রাফট থেকে সাকিবকে দলে নিয়েছিল জ্যামাইকা।
সাকিবের পরিবর্তে দলে ভেড়ানো অস্ট্রেলিয়ার স্পিন অলরাউন্ডার ক্রিস গ্রিন ১১৫টি টি-টোয়েন্টিতে ৬৭৫ রান ও ৯৭টি উইকেট নিয়েছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, বিগ ব্যাশে সিডনি থান্ডার্স, পিএসএলে মুলতান সুলতান্সের হয়েও খেলেছেন তিনি। এছাড়া গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও জ্যামাইকার হয়ে খেলেছেন গ্রিন।
জ্যামাইকা তালাওয়াসের দল
আন্দ্রে রাসেল, ক্রিস গ্রিন, কার্লোস ব্র্যাথওয়েট, রোভম্যান পাওয়েল, জেসন মোহাম্মদ, মিগায়েল প্রিটোরিয়াস, হায়দার আলী, চাদউইক ওয়ালটন, ফিদেল এডওয়ার্ডস, কায়েস আহমেদ, কেনার লুইস, শামারা ব্রুকস, ভেরেসামি পারমল, আবিঝাই মানসিং, জশুয়া জেমস, কার্ক ম্যাকেঞ্জি ও রায়ান পারসদ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]