করোনাভাইরাস মহামারির কারণে মাঝপথে স্থগিত করা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। আবারও মাঠে গড়াবে আইপিএলের স্থগিতকৃত অংশ। ভারত থেকে সরিয়ে আইপিএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হবে। তবে আইপিএলে অনিশ্চিত প্যাট কামিন্সসহ চার অজি পেসার।
কিছুদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিলো, আইপিএলের বাকি অংশ খেলার জন্য ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়া হবে। এরপরেই গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিসদের দেখা যাবে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে আইপিএলে আসবেন না প্যাট কামিন্স, কেন রিচার্ডসন, ঝাই রিচার্ডসন এবং রাইলি মেরেডিথ। গুঞ্জন ছিল স্টভ স্মিথও খেলবেন না আইপিএল।
ইনজুরি থেকে সেরে উঠায় আইপিএলের দল রাজস্থান রয়্যালসে যোগ দিবেন স্টিভ স্মিথ। বিষয়টি নিশ্চিত করেছেন অজি কাপ্তান অ্যারন ফিঞ্চ।
কিছুদিন আগে প্যাট কামিন্স জানিয়েছিলেন সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই তিনি আইপিএলে খেলবেন না। কারণ সন্তান মুখ দেখতে দেশে ফিরতে হলে তাকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে। এর ফলে তার বিশ্বকাপ খেলার বিষয়টি অনিশ্চয়তার মুখে ফেলে দিবে।
ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফরের দল থেকে ব্যক্তিগত কারণে নিজেদের সরিয়ে নিয়েছিলেন প্যাট কামিন্স, কেন রিচার্ডসন এবং ঝাই রিচার্ডসন। দুই সফরেই টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছে অজিরা। বাংলাদেশ সফরে এসে ইনজুরিতে পড়ে মাঠে নামতে পারেননি রাইলি মেরেডিথ।
কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণের অন্যতম ভরসার নাম প্যাট কামিন্স। কামিন্সের অনুপস্থিতি কলকাতার জন্য বড় একটি ধাক্কা হয়ে আসবে। রাইলি মেরেডিথ এবং ঝাই রিচার্ডসন দুইজনই পাঞ্জাব কিংসে খেলেন। কেন রিচার্ডসনের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]