জিম্বাবুয়ে সিরিজে আয়ারল্যান্ড দল ঘোষণা, ডাক পেলেন ক্যাম্ফার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৮ এএম, ২১ আগস্ট ২০২১
জিম্বাবুয়ে সিরিজে আয়ারল্যান্ড দল ঘোষণা, ডাক পেলেন ক্যাম্ফার

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন উইলিয়াম পোর্টারফিল্ড এবং নেইল রক। এছাড়াও ১৬ সদস্যের দলে নতুন মুখ গ্রাহাম কেনেডি এবং কার্টিস ক্যাম্ফার।

আইরিশদের হয়ে ওয়ানডে অভিষেক হলেও এখনও টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি কার্টিস ক্যাম্ফার। এছাড়াও প্রথমবারের মতো দলে সুযোগ পেলেন গ্রাহাম কেনেডি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।

ইনজুরির কারণে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে ছিলেন না উইলিয়াম পোর্টারফিল্ড। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ মিস করেছিলেন নেইল রক। দুইজনই জিম্বাবুয়ে সিরিজের দলে ডাক পেয়েছেন।

ইতিমধ্যে আয়ারল্যান্ডের হয়ে ১০ টি ওয়ানডে খেলেছেন কার্টিস ক্যাম্ফার। ওয়ানডে ক্যারিয়ারে ব্যাট হাতে ৫১.২৮ গড়ে করেছেন ৩৫৯ রান। এর মধ্যে হাফ-সেঞ্চুরি রয়েছে ৪ টি। বল হাতে ৫.৭৬ ইকোনমিতে শিকার করেছেন ৮ উইকেট।

ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফর্ম করায় আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী ক্যাম্ফার। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করছেন গ্রাহাম কেনেডি।

ঘরোয়া ক্রিকেটে শেষ ১০ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন কেনেডি। এছাড়াও ব্যাট হাতে করেছেন ১৫২ রান। কেনেডি মূলত বোলিং অলরাউন্ডার। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলতে পারদর্শী। ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন কেনেডি।

ইউরোপ সফরে আয়ারল্যান্ডস উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। সেখানে আয়ারল্যান্ড উলভসের নেতৃত্ব দিবেন উইলিয়াম পোর্টারফিল্ড।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি মাঠে গড়াবে শুক্রবার (২৭ জুলাই)। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আইরিশরা।

টি-টোয়েন্টি দল
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, শেন গেটকেট, জশুয়া লিটল, ব্যারি ম্যাককার্থি, উইলিয়াম ম্যাক্লিনটক, কেভিন ও’ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং।

ওয়ানডে দল
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্রাহাম কেনেডি, জস লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, উইলিয়াম পোর্টারফিল্ড, নেইল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়ং।

আয়ারল্যান্ড উলভস
উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), মুরে কমিন্স, স্টিফেন দোহানি, ম্যাট ফোর্ড, মাইক ফোর্স্ট, গ্রাহাম হিউম, গ্রাহাম কেনেডি, জেরেমি লওয়ার, জস ম্যানলে, নেইল রক ও লরকান টাকার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইউরোপ সফরে জিম্বাবুয়ে দল ঘোষণা, ফিরেছেন উইলিয়ামস-আরভিন

ইউরোপ সফরে জিম্বাবুয়ে দল ঘোষণা, ফিরেছেন উইলিয়ামস-আরভিন

নাথান এলিসকে দলে ভেড়াতে চায় আইপিএলের তিন দল

নাথান এলিসকে দলে ভেড়াতে চায় আইপিএলের তিন দল

ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের দলে ফিরলেন মালান-সাকিব

ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের দলে ফিরলেন মালান-সাকিব

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া