সামারসেটে হয়ে কাউন্টি ক্রিকেটে মাঠে নামাবেন আজহার আলী। পাকিস্তানের সাবেক অধিনায়ক ২০১৮ সালে রয়্যাল লন্ডন কাপে শিরোপা জিততেও ভূমিকা রেখেছিলেন তিনি। এবার তিন ম্যাচের জন্য সামারসেটের হয়ে মাঠে নামবেন তিনি।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ তিন ম্যাচে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আজহার আলী। বুধবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে আজহার আলীর সাথে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি বব উইলিস ট্রফির ফাইনালেও খেলবেন তিনি।
কাউন্টি ক্রিকেটের দল সামারসেটের সাথে চুক্তি করতে পেরে বেশ উচ্ছ্বসিত আজহার আলী। তিনি বলেন, ‘আমি সামারসেটের হয়ে মাঠে নামার জন্য উদগ্রীব হয়ে আছেন। সামারসেট আমার দ্বিতীয় বাড়ির মতো। আমি আশাবাদী দলের দলের সাফল্যে অবদান রাখতে পারবো।’
আজহার আলীর মতো ক্রিকেটার দলে আসলে তরুণ ক্রিকেটারদের বেশ উন্নতি হবে বলে জানিয়েছেন সামারসেট ক্রিকেট ক্লাবের ডিরেক্টর অ্যান্ডি হ্যারি। তিনি বলেন, ‘মাঠে এবং মাঠের বাইরে আজহার আলী বড় মাপের ক্রিকেটার। পারফর্মেন্সেই তার পক্ষে কথা বলে। স্কোয়াডে থাকা তরুণ ক্রিকেটারদের সে প্রচুর সময় কাটায়। একজন ক্রিকেটারদের মধ্যে যা গুণ থাকা দরকার তা সবই ওর মধ্যে আছে।’
Bhai #WeAreSomerset pic.twitter.com/gTgL7apfNq
— Somerset Cricket (@SomersetCCC) August 18, 2021
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে বেশ সফল আজহার আলি। জাতীয় দলের ব্যবস্তার কারণে প্রথম শ্রেণির ক্রিকেটে বেশি খেলার সুযোগ পাননি।
এছাড়াও কাউন্টি চ্যাম্পিয়নশিপে দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করবেন বলে আশাবাদী সামারসেট কর্তৃপক্ষ। লাল বলের ক্রিকেটে দলের ভালো অবস্থান রাখার জন্যও অবদান রাখবেন বলে আশাবাদী বলে জানান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]