তালেবান সরকার ক্ষমতায় আসার পর আফগানিস্তানে ক্রিকেট বন্ধ হয়ে যাবে, এমন চিত্র কল্পনা করা হলেও সেখানে ঘটছে পুরো উল্টো ঘটনা। দেশটির ক্রিকেটে নতুন করে গতির সঞ্চার হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে নতুন ব্যাটিং কোচ।
তালেবানদের ক্ষমতা দখলের আলোচনার মধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) নতুন চেয়ারম্যান দায়িত্ব নিয়েছেন। বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অজি পেসার শন টেইট। এবার নতুন ব্যাটিং কোচের নাম ঘোষণা করা হলো।
কিছুদিন আগেই ব্যাটিং কোচ হিসেবে এক শ্রীলঙ্কানকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছিল এসিবি। ব্যাটিং কোচ হিসেবে হাসান তিলকারত্নে হিসেবে দায়িত্ব নিবেন বলে ধারণা করা হয়েছিল। তবে মঙ্গলবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ব্যাটিং কোচের দায়িত্ব পাচ্ছেন আভিষ্কা গুনাবর্ধনে।
আফগান বোর্ড টুইটে জানিয়েছে, শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান আভিষ্কা গুনাবর্ধনে ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছেন।
আন্তর্জাতিক ক্যারিয়ার সমৃদ্ধ না হলেও কোচিং ক্যারিয়ারের বেশ সফল আভিষ্কা গুনাবর্ধনে। শ্রীলঙ্কার হয়ে ৬ টেস্ট এবং ৬১ ওয়ানডে খেলেছেন তিনি। এ সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ১৮৮৯ রান।
চলতি বছরের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান। সেখানেই আভিষ্কা গুনাবর্ধনের দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে।
সম্প্রতি বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অজি পেসার শন টেইট। এছাড়াও প্রধান কোচ হিসেবে কাজ করছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার ল্যান্স ক্লুজনার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]