আফগানিস্তান ক্রিকেটে দৃষ্টি রাখছে আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২০ এএম, ১৮ আগস্ট ২০২১
আফগানিস্তান ক্রিকেটে দৃষ্টি রাখছে আইসিসি

পুরো বিশ্বের মতো আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতির উপর নজর রাখছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির কর্মকর্তারা আগফানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সাথে যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। এছাড়াও তালেবানরা ক্ষমতায় দেশের পরিস্থিতে কি রকম পরিবর্তন এসেছে তাও খেয়াল রাখছে আইসিসি।

আফগানিস্তানে বেশ কিছুদিন আগেই চালু হয়েছে নারী ক্রিকেট। তালেবানদের ক্ষমতা দখলের কারণে দেশটির ক্রিকেট বোর্ডের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নারী ক্রিকেট চালু রাখা। সম্প্রতি নারী ক্রিকেটেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। ২০২০ সালে প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভূক্ত করেছিলেন। নারী ক্রিকেটারদের ব্যাপারে এখনও কোনো কিছু স্পষ্ট করা হয়নি।

এ বিষয়ে আইসিসির নারী ক্রিকেট কমিটির সদস্য লিসা স্টালেকার বলেন, ‘আমি আইসিসি থেকে এখনও জানতে পারিনি নারীদের ক্রিকেটে আফগানিস্তানে কী হচ্ছে। তবে আমি ব্যক্তিগতভাবে আমি সেখানে ক্রিকেটারদের নিয়ে চিন্তিত।’

তালেবানদের আক্রমণে ক্রিকেট নিয়ে কোনো সমস্যা হবে না জানিয়েছেন এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ শিনওয়ারি। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তালেবানরাই আফগানিস্তানে ক্রিকেট এনেছে।

তিনি বলেন, ‘তালেবান ক্রিকেট ভালোবাসে এবং পছন্দ করে। তারা শুরু থেকেই ক্রিকেটকে সমর্থন করছে। আফগান ক্রিকেটের জন্য তালেবানরা কখনও বাধা হয়নি। আমাদের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে নেবে তারা।’

তালেবানরা ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে শাসন করেছে। এ সময়ে পেশোয়ারে শরণার্থী ক্যাম্প থেকেই ক্রিকেট আফগানিস্তানে ছড়িয়ে পড়ে। এর মাধ্যমেই আফগানিস্তানের মূল ধারায় ক্রিকেট এসেছে।

বেশ কিছুদিনের মধ্যেই আফগানিস্তানে ক্রিকেট দলের অনুশীলনে ফিরবে। এছাড়াও ক্রিকেটাররা নিরাপদে আছে বলে জানিয়েছেন। বলেন, ‘ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলেছে এমন চার-পাঁচজন ক্রিকেটাররা ছাড়া বাকিরা সবাই দেশেই আছে। তারা নিরাপদ ও ভালো আছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড

বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড

টাইগারদের চলাচলে বিসিবির বিশেষ নির্দেশনা

টাইগারদের চলাচলে বিসিবির বিশেষ নির্দেশনা

বিশ্বকাপে নামিবিয়ার হয়ে খেলবেন প্রোটিয়া অলরাউন্ডার

বিশ্বকাপে নামিবিয়ার হয়ে খেলবেন প্রোটিয়া অলরাউন্ডার

কিউই কোচিং প্যানেলে যুক্ত হলেন শেন বন্ড

কিউই কোচিং প্যানেলে যুক্ত হলেন শেন বন্ড