চলতি বছরের অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আয়োজক ভারত হলেও করোনাভাইরাস মহামারির কারণে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের মাঠে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের অংশগ্রহণ করবে ১৬ টি দেশ। টেস্ট খেলুড়ে সব দেশ থাকলেও থাকছে না আফ্রিকার দেশ জিম্বাবুয়ে।
বিশ্বকাপের প্রাথমিক পর্ব অংশ নিবে ৮ টি দেশ। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল সুপার টুয়েলভে খেলার সুযোগ পাবে। অপরদিকে বাকি আটটি দেশ সরাসরি সুপার টুয়েলভ খেলবে। সুপার টুয়েলভে দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালের জন্য সুযোগ পাবে।
চলতি বছরের ১৭ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপে প্রায় প্রতিদিনই দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দিনের প্রথম ম্যাচ শুরু হবে বিকাল ৪ টায় এবং দ্বিতীয় ম্যাচ রাত ৮ টায় । ১৪ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিতব্য ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
প্রাথমিক পর্বে গ্রুপ
গ্রুপ এ : শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া
গ্রুপ বি : বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওমান
(প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সুপার ১২ তে খেলার সুযোগ পাবে)
সুপার ১২
গ্রুপ ১ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এ-১ এবং বি-২
গ্রুপ ২ : ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, এ-২ এবং বি-১।
(প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলবে)
পূর্ণাঙ্গ সময়-সূচি
প্রাথমিক-পর্ব
১৭ অক্টোবর
ওমান ও পাপুয়া নিউ গিনি, মাস্কাট
বাংলাদেশ ও স্কটল্যান্ড, মাস্কাট
১৮ অক্টোবর
আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস, আবুধাবি
শ্রীলঙ্কা ও নামিবিয়া, আবুধাবি
১৯ অক্টোবর
স্কটল্যান্ড ও পিএনজি, মাস্কাট
ওমান ও বাংলাদেশ, মাস্কাট
২০ অক্টোবর
নামিবিয়া ও নেদারল্যান্ডস, আবুধাবি
শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড, আবুধাবি
২১ অক্টোবর
বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি, মাস্কাট
ওমান ও স্কটল্যান্ড, মাস্কাট
২২ অক্টোবর
নামিবিয়া ও আয়ারল্যান্ড, শারজাহ
শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস, শারজাহ
সুপার-১২
২৩ অক্টোবর
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা, আবুধাবি
ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ, দুবাই
২৪ অক্টোবর
এ-১ ও বি-২ শারজাহ
ভারত ও পাকিস্তান, দুবাই
২৫ অক্টোবর
আফগানিস্তান ও বি-১, শারজাহ
২৬ অক্টোবর
দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ, দুবাই
পাকিস্তান ও নিউজিল্যান্ড, শারজাহ
২৭ অক্টোবর
ইংল্যান্ড ও বি-২, আবুধাবি
বি-১ ও এ-২, আবুধাবি
২৮ অক্টোবর
অস্ট্রেলিয়া ও এ-১, দুবাই
২৯ অক্টোবর
ওয়েস্ট ইন্ডিজ ও বি-২, শারজাহ
পাকিস্তান ও আফগানিস্তান, দুবাই
৩০ অক্টোবর
দক্ষিণ আফ্রিকা ও এ-১, শারজাহ
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, দুবাই
৩১ অক্টোবর
আফগানিস্তান ও এ-২, আবুধাবি
ভারত ও নিউজিল্যান্ড, দুবাই
১ নভেম্বর
ইংল্যান্ড ও এ-১, শারজাহ
২ নভেম্বর
দক্ষিণ আফ্রিকা ও বি-২, আবুধাবি
পাকিস্তান ও এ-২, আবুধাবিঃ
৩ নভেম্বর
নিউজিল্যান্ড ও বি-১, দুবাই
ভারত ও আফগানিস্তান, আবুধাবি
৪ নভেম্বর
অস্ট্রেলিয়া ও বি-২, দুবাই
ওয়েস্ট ইন্ডিজ ও এ-১, আবুধাবি
৫ নভেম্বর
নিউজিল্যান্ড ও এ-২, শারজাহ
ভারত ও বি-১, দুবাই
৬ নভেম্বর
অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ, আবুধাবি
ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা, শারজাহ
৭ নভেম্বর
নিউজিল্যান্ড ও আফগানিস্তান, আবুধাবি
পাকিস্তান ও বি-১, শারজাহ
8 নভেম্বর
ইন্ডিয়া বনাম এ-২, দুবাই
নক-আউট পর্ব
১০ নভেম্বর
প্রথম সেমিফাইনাল : গ্রুপ এ-১ ও বি-২, আবুধাবি
১১ নভেম্বর
দ্বিতীয় সেমিফাইনাল : গ্রুপ বি-১ ও এ-২, দুবাই
১৪ নভেম্বর : ফাইনাল, দুবাই।
স্পোর্টসমেইল২৪/পিপিআর /আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]