পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে লর্ডসে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। রোমাঞ্চ এবং উত্তেজনাকর ম্যাচে ইংল্যান্ডকে ১৫৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে ভারত। তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে লর্ডসে দলকে জয় এনে দিলেন বিরাট কোহলি। লর্ডসে জয় সবসময় বিশেষ কিছু বলে মনে করেন কোচ রবি শাস্ত্রী।
পঞ্চম দিনের শুরুতে ইংলিশদের উপর চড়াও হয়ে খেলেন ভারতের টেল এন্ডাররা। মোহাম্মদ শামি ও জাসপ্রীত বুমরাহরা বল হাতে নয়, ব্যাট হাতে দলকে জয়ের ভিত্তি গড়ে দেন।
শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য ২৭২ রানের প্রয়োজন ছিল। তবে ভারতীয় পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা। জো রুট, হাসিব হামিদ, জস বাটলার, জনি বেয়ারস্টোর মতো ব্যাটসম্যানরা প্যাভিলিয়নে যাওয়া আসার মিছিলে যোগ দিয়েছিলেন। ফলে জয় তুলে ইংলিশদের আর সিরিজে এগিয়ে যাওয়া হয়নি।
ক্রিকেট তীর্থ লর্ডসে এমন জয়ে বেশ উচ্ছ্বসিত ভারতের কোচ রবি শাস্ত্রী। তিনি জানিয়েছেন লর্ডসের মতো মাঠে জয় পাওয়া বেশ গর্বেব বিষয়। এ জয়ের পিছনে থাকা সবাইকে বেশ ধন্যবাদ।
To win at @HomeOfCricket as a player and coach is something very special. Thanks a ton guys for making it happen. Enjoy the moment #TeamIndia ???????? #ENGvIND pic.twitter.com/w341MD78y5
— Ravi Shastri (@RaviShastriOfc) August 17, 2021
শুধু কোচ শাস্ত্রী নয়, দলের সবাই বেশ উচ্ছ্বসিত। ক্রিকেট তীর্থ লর্ডসে জয় পেয়ে ওপেনার রোহিত শর্মা জানিয়েছেন, প্রত্যেকটি জয়ই বুঝিয়ে দেয়, জয় কতটা অবিশ্বাস্য।
Every single one of us wanted this win, you could see it, you could feel it and watching it play out was incredible. pic.twitter.com/cJJ6PpcHm5
— Rohit Sharma (@ImRo45) August 16, 2021
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]