নিউজিল্যান্ড দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন সাবেক কিউই পেসার শেন বন্ড। চলতি বছরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের সাথে যোগ দিবেন তিনি। এছাড়াও বিশ্বকাপের পরে ভারত সফরে কোচিং প্যানেলে থাকবেন শেন বন্ড।
শেন বন্ড নিউজিল্যান্ড দলের কোচিং প্যানেলে পরিচিত মুখ। এর আগে ২০১২-১৫ মেয়াদে কিউইদের বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। এরপর বিগব্যাশের দল সিডনি থান্ডার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। খন্ডকালীন কোচ হিসেবে ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
চলতি বছরের শুরুতেই বিগব্যাশের দল সিডনি থান্ডার্সের দায়িত্ব ছাড়েন শেন বন্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য আইপিএলের ১৪তম আসরের স্থগিতকৃত অংশেও মুম্বাই ফ্রাঞ্চাইজির সাথে কাজ করবেন।
কিউই দলে বন্ডে অন্তর্ভূক্তি দলের জন্য বেশ কার্যকর হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টিড। তিনি বলেন, ‘শেন (বন্ড) আরব আমিরাতে মুম্বাই দলে কাজ করবে। তারা আমাদের আগে থেকেই পরিবেশ বুঝতে পারবেন। আশা করি, ও দলের জন্য ট্যাকটিক্যালি কিছু পরবর্তন আনতে পারবে।’
গ্যারি স্টিড আরও জানান, বন্ডের স্পিন এবং পেস বোলারদের সাথে কাজ করার অভিজ্ঞতা দলের ক্রিকেটারদের সমৃদ্ধ করবে। এছাড়াও তার পরিকল্পনায় নিউজিল্যান্ড দলে বেশ সফল হবে।
শেন বন্ড ছাড়াও কোচিং প্যানেলে যুক্ত হবেন সাবেক কিউই ব্যাটসম্যান লুক রনচি। তিনি নিউজিল্যান্ড দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন।
সর্বশেষ বেশ কিছু সিরিজ থেকে চতুর্থ কোচ ব্যবহার করার রীতি চালু করেছে নিউজিল্যান্ড। এতে করে দলটি বেশ সাফল্য পাচ্ছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]