ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করে নাসুম আহমেদ যখন সংবাদ শিরোনাম, তখন ভিন্ন সংবাদও ছড়িয়ে পড়ে অনলাইন প্লাটফর্মে। বলা হয়, টাইগারদের বাঁহাতি এ স্পিনার ‘নিজ জেলা’ সুনামগঞ্জে ‘আজীবন নিষিদ্ধ’। অস্ট্রেলিয়া সিরিজ শেষে এবার বিষয়টি নিয়ে কথা বললেন নাসুম। জানালেন, সুনামগঞ্জ তার জেলা নয়, তার জন্ম এবং বেড়ে ওঠা সিলেটে।
সোমবার (১৬ আগস্ট) রাতে ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। নাসুম আহমেদ উল্টো প্রশ্ন তুলে বলেন, ‘যে জেলার হয়ে কখনো খেলিনি, তারা আমাকে কিভাবে নিষিদ্ধ করে?’
স্ট্যাটাসে নাসুম বলেন, ‘আমার জন্ম, বড় হওয়া, পড়ালেখা কিংবা ক্রিকেট খেলা, সবকিছুই সিলেটে। আমার বাবার জন্মও সিলেটে। একসময় আমার দাদাবাড়ি সুনামগঞ্জ জেলায় ছিল। কিন্তু আমার দাদা ১৯৫৮ সালে সিলেটে স্থায়ীভাবে চলে আসেন। ছোটবেলা সুনামগঞ্জে একবার গিয়েছিলাম এবং রাস্তাঘাটও ঠিকভাবে চিনি না ওখানকার। পরবর্তীতে ওখানকার একটা টুর্নামেন্টে একবার ‘খ্যাপ’ খেলতে গিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি বিভিন্ন সংবাদে হয়তো অনেকে বিভ্রান্ত হয়েছেন, আমি আমার জেলা দলে নিষিদ্ধ। কিন্তু আমি যে জেলার হয়ে কখনো খেলিনি, তারা আমাকে কিভাবে নিষিদ্ধ করে?’
এর আগে বিসিবির কাউন্সিলর ও সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগীয় সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক রাজা সংবাদ মাধ্যমে বলেছিলেন, ‘জেলা ক্রীড়া সংস্থার আদেশ পালন না করায় তাকে আজীবন নিষিদ্ধ করা হয়। এখন যদি তিনি বা তার ক্লাবের পক্ষে কেউ তা প্রত্যাহারের জন্য আবেদন করেন তা সাদরে গ্রহণ করা হবে।’
তবে নাসুম আহমেদের স্ট্রাটাসের পর বিষয়টি নিয়ে আবারও নতুন করে প্রশ্ন তৈরি হলো। নিজের ক্রিকেটীয় জীবন নিয়ে নাসুম বলেন, ‘২০০৫ সালে ১১ বছর বয়সে আমি পেশাগতভাবে ক্রিকেট শুরু করি এবং ওই বছর জেলা ক্রিকেটে সুনামগঞ্জের কোন দলই ছিল না। তখন থেকে সবসময়ই সিলেটের হয়ে খেলেছি। সিলেট লিগে খেলেছি ২০০৬ সাল থেকে এবং সিলেট জেলা দলে খেলেছি ৩ বছর। আর বিভাগীয় দলে ২০১০ সাল থেকে।’
চলতি বছরের গত মার্চে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের জার্সিতে অভিষেক ঘটে নাসুম আহমেদের। এরপর সর্বশেষ ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ খেলেন তিনি। নিউজিল্যান্ড সফরে মাত্র ২ উইকেট শিকার করলেও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচে তুলে নেন ৮টি উইকেট। যার মধ্যে প্রথম ম্যাচে শিকার করে ৪টি।
জাতীয় দলের নিজের ক্যারিয়ার আরও সমৃদ্ধ করতে সকলের কাছে দোয়া চেয়েছেন তরুণ এই টাইগার ক্রিকেটার। বলেন, ‘আল্লাহ-এর অশেষ রহমতে আমি বাংলাদেশ দলে সুযোগ পেয়েছি এবং ভবিষ্যতে আরও এগিয়ে যেতে সবার দু’য়া কামনা করি।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]