ব্যাট হাতে বাইশ গজে নামলেই অন্য মূর্তি ধারণ করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। একের পর এক রেকর্ডের জন্ম দেওয়া কোহলির মূর্তি বসতে যাচ্ছে মাদাম তুসোয়। এই মিউজিয়ামে ২৩তম সদস্য হিসেবে জায়গা করে নিতে চলেছেন বিরাট।
দিল্লির মাদাম তুসো প্রদর্শনশালায় বসানো হচ্ছে কোহলির মূর্তি। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব আর দেশটির ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকারের মূর্তিও রয়েছে সেখানে। এবার এই তালিকায় কোহলির নামও যুক্ত হতে চলেছে।
ভারতীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি লন্ডন থেকে বিশ্বখ্যাত শিল্পীরা দিল্লি উড়ে এসেছিলেন। তাদের সামনে মূর্তি তৈরির জন্য পোজ দেন কোহলি। ২০০টিরও বেশি ছবি দেখে কোহলির প্রামাণ্য মূর্তি তৈরি করছেন শিল্পীরা।
গণমাধ্যমে কোহলি জানান, ‘মাদাম তুসোয় আমার মূর্তি বসতে চলায় সম্মানিত বোধ করছি। মাদাম তুসোর গোটা দলকে ধন্যবাদ। সিটিং সেশনের সময় তারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। এই অভিজ্ঞতা আমার সারাজীবন মনে থাকবে।’
কপিল দেব, শচীন টেন্ডুলকার ছাড়াও সেখানে আর্জেন্টাইন ফুটবলের জাদুকর লিওনেল মেসির মূর্তি বসানো হয়েছে। সেখানে আছে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ আইকন ক্রিস্টিয়ানো রোনালদো, ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যামের মূর্তিও।
মারলিন এন্টারটেইনমেন্টস ইন্ডিয়া লিমিটেডের জেনারেল ম্যানেজার অ্যান্ড ডিরেক্টর আনশুল জাইন জানান, ‘আমরা খুবই খুশি যে কোহলির মতো একজন স্পোর্টসম্যানের মূর্তি দেখতে যাচ্ছি। কোহলি প্রতিটা ভারতীয়র মন এবং হৃদয় জয় করেছে। আমি মনে করি সে সঠিক ব্যক্তি যাকে মাদাম তুসোয় স্থান দেওয়া হচ্ছে।’