করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুশল পেরেরা। কাঁধের চোট থেকে ফিরেই করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। চোট কাটিয়ে ফেরার দলে ফেরার প্রস্তুতি নেওয়া সময়ই পেলেন করোনায় আক্রান্ত হওয়ার দুঃসংবাদ পান তিনি।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কুশল পেরেরাকে ১০ দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে সেপ্টেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেছেন, তেমন কোনো সম্ভাবনা এখনও নেই। নির্ধারিত সময়ের মধ্যে সুস্থ হলে খেলতে পারবেন প্রোটিয়াদের বিপক্ষে হোম সিরিজ।
চলতি বছরের জুনে ইংল্যান্ড সফরে কাঁধের ইনজুরিতে পড়েন কুশল পেরেরা। এ কারণে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজে ছিলেন না। তবে ইনজুরি কাটিয়ে ফেরার মুহূর্তেই করোনাভাইরাসে আক্রান্ত হলেন তিনি। কুশল পেরেরার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
চলতি বছরের ২ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা সিরিজ। সিরিজের তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে দুই দল। সিরিজের সবগুলো ম্যাচই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। অনুশীলন শেষে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বায়ো-বাবলে ঢুকবে শ্রীলঙ্কা দল। তার আগেই করোনা পরীক্ষায় নেগেটিভ এলেই সরাসরি বায়ো-বাবলে ঢুকতে পারবেন কুশল পেরেরা।
Wicket Keeper–Batsman Kusal Janith Perera has tested positive for Covid 19.
He was found to be positive during a PCR test which was carried out on the players yesterday (15th August).
Following the detection, Perera is undergoing due medical protocols pertaining to Covid 19.
— Sri Lanka Cricket ???????? (@OfficialSLC) August 16, 2021
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]