আফগানিস্তান জুড়ে চলছে তালেবানদের রাজত্ব। এ অবস্থায় দেশের মাটিতে পরিবার-পরিজন রেখে ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজি লিগ ‘দ্য হানড্রেড’ খেলছেন রশিদ খান। সর্বশেষ ম্যাচে ট্রেন্ট রকেটেসের হয়ে দুর্দান্ত পারফর্মেন্সেও করেছেন এ অলরাউন্ডার। তবে কঠিন মানসিক অবস্থায় এ রকম পারফর্মেন্স করছেন বলে জানান সাবেক ইংলিশ তারকা ক্রিকেটার কেভিন পিটারসেন।
রোববার (১৫ আগস্ট) ম্যানচেস্টার অরিজিনালসে বিপক্ষে ম্যাঠে নামেন রশিদ। ম্যাচে নিজের কোটার ২০ বল করে ১৬ রানে ৩ উইকেট তুলে নেন তিনি। এ রকম দুর্দান্ত পারফর্মেন্স করেও মাঠে উদযাপন করেননি রশিদ খান।
মূলত নিজ দেশে চলমান রাজনৈতিক সংকটের বিষয়ে বেশ চিন্তিত তিনি। এমনটাই জানিয়েছেন দ্য হানড্রেড এ ধারাভাষ্য দেওয়া কেভিন পিটারসেন। বোরবার ম্যাচ চলাকালীন রশিদ খানের কথা বলেছিলেন তিনি।
পিটারসেন জানান, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে কথা বলার পাশাপাশি রশিদ খানের পরিবারের বিষয়েও কথা হয়েছে। তিনি বলেন, ‘তার দেশে অনেক কিছুই হচ্ছে। এসব বিষয় নিয়ে আমার সাথে কথা হয়েছে। রশিদ তার দেশের বিষয় নিয়েই চিন্তিত। এছাড়াও সে তার পরিবারকে দেশের বাইরে আনতে পারছে না। সে বিষয়েও কথা হয়েছে।’
এরকম কঠিন পরিস্থিতিতে মাঠে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেওয়া বেশ কঠিন বলে স্বীকার করেন পিটারসেন। নিজেকে উজ্জ্বীবিত করে সঠিক ভাবে সবাই কাজ করতে পারেনা।
পিটারসেন বলেন, ‘রশিদ এখন যে পরিস্থিতিতে আছে, এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেকে উজ্জীবিত করা এবং পারফর্মেন্স উপহার দেওয়া কঠিন কাজ। মাঠের বাইরে ঘটনা ভুলে সবকিছু একপাশে রেখে নিজের কাজ করে যাওয়াটা আমার কাছে দ্য হানড্রেডের সেরা ঘটনা মনে হয়।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]