টানা ব্যর্থতায় চাকরি নিয়ে শঙ্কা তৈরি হলেও টাইগারদের সর্বশেষ জিম্বাবুয়ে সফর ও ঘরের মাঠে অস্ট্রেলিয়া বধে সে যাত্রায় বেঁচে গেছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। শুধু তাই নয়, চুক্তি মেয়াদ শেষ হলেও আরও এক বছরের জন্য চাকরির নিশ্চয়তা পাচ্ছেন তিনি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দক্ষিণ আফ্রিকান এ কোচের সাথে চুক্তি মেয়াদ বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (১৫ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ডোমিঙ্গোর মেয়াদ এ বিশ্বকাপ (২০২১ টি-টোয়েন্টি) পর্যন্ত আছে। এখন এটা বাড়ানোর (এক বছর) সম্ভাবনাই বেশি।
বোর্ড সভাপতির কথা মতো ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টিকে যাচ্ছেন ডোমিঙ্গো। এদিকে, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর জিম্বাবুয়ে সফরেও দারুণ সাফল্য দেখিয়েছে ডোমিঙ্গোর দল। সর্বশেষ ঘরের মাঠে তো অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ করেছে বাংলাদেশ।
বিসিবি সভাপতি বলেন, ‘এটা নিয়ে (ডোমিঙ্গোর মেয়াদ বাড়ানো) আসলে ফাইনাল কোন সিদ্ধান্ত এখনো হয়নি। উনার (ডোমিঙ্গো) মেয়াদ এই বিশ্বকাপ (২০২১ টি-টোয়েন্টি) পর্যন্ত আছে। কাজেই এটা তো আছেই। এটা নিয়ে কোনো সমস্যা নেই।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিরপুরে নানা আয়োজন শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি বলেন, ‘এখন এটা বাড়ানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। কিন্তু এখন পর্যন্ত এই সিদ্ধান্তটা আমরা তাকেও জানায়নি বা আমরা নিজেদের মধ্যেও আলোচনা করিনি।’
পাপন বলেন, ‘বিষয়টি নিয়ে কথা বলেছি কয়েকজনের সাথে। আরও কয়েকজনের সাথে বলতে হবে। কথা বলে তারপর আমরা ফাইনাল সিদ্ধান্ত নিব।’
চুক্তির মেয়াদ বাড়লেও সেটি কতদিনের জন্য হবে এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা এখন ১ বছরের জন্য চিন্তা-ভাবনা করছি। সামনে দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আপাতত এই দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপই আমাদের মাথায় আছে। তারপর সবার সাথে কথা বললে আরও বুঝতে পারব। সেটা পরে দেখা যাবে।’
২০১৯ সালে আগস্টে প্রাথমিকভাবে দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ পান দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে দুই বছরের জন্য চুক্তি মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই।
এদিকে, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ডোমিঙ্গের স্বদেশি সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সকে টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। আসন্ন নিউজিল্যান্ড সফর থেকেই টাইগারদের সাথে তার কাজ শুরু হবে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]