কিংস্টন টেস্টে পাকিস্তানকে চাপে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ১২৪ রানের লিড নিয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে পাকিস্তানকে ২১৭ রানের জবাবে ২৫৩ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। এরপর তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান তুলেছে পাকিস্তান।
দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ২৫১ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। টিকে ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জশুয়া ডি সিলভা এবং ওয়ারিকান।
তৃতীয় দিনের শুরুতেই প্যাভিলিয়নে ফেরত আগের দিনের অপরাজিত ব্যাটসম্যন ওয়ারিকান। দ্বিতীয় দিনে ১ রানে অপরাজিত ছিলেন তিনি। তৃতীয় দিনের শুরুতে নিজের নামের পাশে কোনো রান যোগ না করেই ফেরেন তিনি।
আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান জুশুয়া ডি সিলভাও দলের রান বড় করতে পারেননি। মাত্র ২ রান যোগ করে ২৫৩ রানে অলআউট ক্যারিবিয়ানরা। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ৪ উইকেট এবং মোহাম্মদ আব্বাস ৩ উইকেট নেন।
৩৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরুতেই ব্যাট হাতে বিপদে পড়ে পাকিস্তান। ৬৫ রানে প্যাভিলিয়নে ফিরে যান ৪ ব্যাটসম্যান। ইমরান বাট এবং ফাওয়াদ আলম শূন্য রানে ফিরেন।
৬৫ রানে ৪ উইকেট হারিয়ে বেশ বিপদে পড়া দলকে উদ্ধারে ত্রাণ কর্তা হয়ে আসেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান এবং অধিনায়ক বাবর আজম। দুইজন মিলে গড়ে তোলেন ৫৬ রানের জুটি।
রিজওয়ান ৩০ রানে বিদায় নিলেও হাফ সেঞ্চুরি করে ৫৪ রানে অপরাজিত আছেন বাবর।। তাকে সঙ্গ দিচ্ছেন ফাহিম আশরাফ। ফাহিম আশরাফ অপরাজিত আছেন ১২ রানে। দুই অপরাজিত ব্যাটসম্যান গড়ে তুলেছেন ৩৯ রানের জুটি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেমার রোচ দুইটি এবং জেইডেন সিলেস ২টি করে উইকেট শিকার করেছেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]