ইউরোপজুড়ে করোনাভাইরাস মহামারির প্রকোপ বাড়ায় স্থগিত করা হয়েছিল জিম্বাবুয়ে ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর। স্থগিত হওয়া আয়ারল্যান্ড সিরিজের জন্য সূচি প্রকাশ করা হয়েছে। এছাড়াও আয়ারল্যান্ড সফর শেষ করে স্কটল্যান্ডের বিপক্ষে তাদের মাটিয়ে সিরিজ খেলবে জিম্বাবুয়ে দল।
চলতি বছরের আগস্টে জিম্বাবুয়ের আয়ারল্যান্ড সফরের যাওয়ার কথা ছিল। তবে আয়ারল্যান্ডের স্বাস্থ্য বিভাগের কাছে অনুমতি না পাওয়ায় সিরিজটি স্থগিত করা হয়। এছাড়াও করোনাভাইরাস রোধে ইউরোপিয়ান দেশগুলোর কঠোর নিয়মের কারণে আয়ারল্যান্ডের বাইরেও সিরিজটি আয়োজন করতে পারেনি আইরিশ ক্রিকেট বোর্ড।
ইউরোপ সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং তিনটি ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে। এ সিরিজ শেষ করে স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিনম্যাচের ওয়ানডে সিরিজ বিশ্বকাপ সুপার লিগের অংশ। চলতি বছরের ২৭ আগস্ট টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে গড়াবে জিম্বাবুয়ের ইউরোপ সফর।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৭ এবং ২৯ আগস্ট। প্রথম দুই ম্যাচের ভেন্যু ক্লোনটার্ফ। সিরিজের বাকি তিন টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১, ২ এবং ৪ আগস্ট। শেষ তিন ম্যাচের জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে ব্রিয়েডি।
বিশ্বকাপ সুপার লিগের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ৮,১২ এবং ১৩ সেপ্টেম্বর। এ তিন ম্যাচের ভেন্যু স্টোরমন্ট।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে স্কটল্যান্ডের এডিনবার্গে পাড়ি জমাবে জিম্বাবুয়ে দল। সেখানে ১৫,১৭ এবং ১৯ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
জিম্বাবুয়ে পুরুষ দলের ইউরোপ সফরে সময় দেশের মাটিতে নারী দল মুখোমুখি হবে থাইল্যান্ড নারী দলের। জিম্বাবুয়ে সফরে থাইল্যান্ড নারী দল তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]