আইপিএল দিয়ে মাঠে ফিরবেন শ্রেয়াস আইয়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৪ আগস্ট ২০২১
আইপিএল দিয়ে মাঠে ফিরবেন শ্রেয়াস আইয়ার

চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম অংশ খেলতে পারেননি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। চোট কাটিয়ে আইপিএলের স্থগিতকৃত অংশে খেলেই মাঠে ফিরবেন তিনি।

চলতি বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে কাধের ইনজুরিতে পড়েন শ্রেয়াস আইয়ার। এ কারণে আইপিএলের প্রথম অংশ খেলতে পারেননি। তার পরিবর্তে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্থ।

মাঠের ক্রিকেটে ফেরার জন্য আইয়ার পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ)। এ কারণেই চলতি বছরের ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া আইপিএলের স্থগিতকৃত অংশে খেলতে তার কোনো বাধা নেই।

দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক কর্মকর্তা জানিয়েছে শ্রেয়াস আইয়ারের জন্য ফিটনেস সার্টিফিকেট তৈরি করা হয়েছে। তাই তার আইপিএলে খেলতে আর কোনো বাধা নেই।

বিসিসিআইয়ের কর্মকর্তা আরও জানান, ‘শ্রেয়াসের জন্য এনসিএ ফিটনেস সার্টিফিকেট তৈরি করেছে। এনসিএতে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপরেই তাকে ফিট হিসেবে ঘোষণা করেছে ভারত।’

২০২০ সালের আইপিএলের ১৩তম আসরে শ্রেয়াস আইয়ারকে অধিনায়কের দায়িত্ব দেয় দিল্লি ক্যাপিটালস। তার নেতৃত্বেই প্রথমবারে মতো আইপিএলের ফাইনালে উঠে দিল্লি। তবে ফাইনালে হেরে শিরোপা থেকে এক হাত দূরে তাদেরকে থামতে হয়।

আইপিএলের ১৪তম আসরেও তাকেই অধিনায়ক হিসেবে মনোনীত করেছিল দিল্লি। তবে ইনজুরির কারণে মাঠে নামতে না পারায় অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ঋষভ পান্থ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতীয় ক্রিকেটকে বিদায় জানালেন উন্মুক্ত চাঁদ

ভারতীয় ক্রিকেটকে বিদায় জানালেন উন্মুক্ত চাঁদ

ভারতের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার স্টুয়ার্ট ব্রড

ভারতের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার স্টুয়ার্ট ব্রড

স্লো ওভার রেটে ভারত-ইংল্যান্ডের পয়েন্ট কাটা

স্লো ওভার রেটে ভারত-ইংল্যান্ডের পয়েন্ট কাটা

এভারেস্ট প্রিমিয়ার লিগে নাম লেখালেন দীনেশ চান্দিমাল

এভারেস্ট প্রিমিয়ার লিগে নাম লেখালেন দীনেশ চান্দিমাল