বিশ্বকাপের আগে মাঠে ফিরতে পারছেন না ফিঞ্চ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩১ এএম, ১৪ আগস্ট ২০২১
বিশ্বকাপের আগে মাঠে ফিরতে পারছেন না ফিঞ্চ

ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে সিরিজ চলাকালীন হাঁটুর ইনজুরিতে পড়েন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এরপর থেকেই ইনজুরি থেকে সেরে ওঠার জন্য কাজ করছেন তিনি। এখনও ইনজুরি থেকে সেরে উঠতে ৮-১০ সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি নিজ অস্ট্রেলিয়ায় ফেরেন অ্যারন ফিঞ্চ। দেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করে সম্প্রতিই মেলবোর্নে হাঁটুর অস্ত্রোপচার করান তিনি। এরপর থেকেই শুরু হয়েছে তার পুর্নবাসন প্রক্রিয়া।

চলতি বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পঞ্চম ম্যাচে চোট পান ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার। এ কারনে বাংলাদেশ সফরে আসেননি তিনি। সরাসরি দেশে ফেরেন।

ক্যারিবিয় থেকে ফিরে মেলবোর্নে দুই সপ্তাহের কোয়ারেন্টাইন পালন করেছেন অ্যারন ফিঞ্চ। এরপর সেখানেই তার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে ফিঞ্চে অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে ৮-১০ সপ্তাহ সময় লাগবে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশনে সে সরাসরি যোগ দিতে পারবে বলে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া।

চলিত বছরে ১৭ অক্টোবর আরব আমিরাত এবং ওমানে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্ব আসর। সবকিছু ঠিক থাকলে ২৪ অক্টোবর মাঠে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া। তার আগে ২১ অক্টোবরের মধ্যে ম্যচ খেলার জন্য ফিঞ্চ ফিট হয়ে উঠবে বলে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া।

ফিঞ্চের অনুপস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। এ সফরে অজিদেরকে নেতৃত্ব দিয়েছিলেন ম্যাথু ওয়েড। এ সিরিজে শেষ ম্যাচে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ে অজিরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এভারেস্ট প্রিমিয়ার লিগে নাম লেখালেন দীনেশ চান্দিমাল

এভারেস্ট প্রিমিয়ার লিগে নাম লেখালেন দীনেশ চান্দিমাল

২০২২ বিশ্বকাপ মেয়াদে নিয়োগ পাচ্ছেন প্রিন্স

২০২২ বিশ্বকাপ মেয়াদে নিয়োগ পাচ্ছেন প্রিন্স

শ্রীলঙ্কা সফরে দক্ষিণ আফ্রিকা স্কোয়াড ঘোষণা

শ্রীলঙ্কা সফরে দক্ষিণ আফ্রিকা স্কোয়াড ঘোষণা

মার্কিন মুলুকে পাড়ি জমাচ্ছেন লঙ্কান দুই নিষিদ্ধ ক্রিকেটার

মার্কিন মুলুকে পাড়ি জমাচ্ছেন লঙ্কান দুই নিষিদ্ধ ক্রিকেটার