জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের খন্ডকালীন ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছিলেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স। এরপরেই তার চুক্তির মেয়াদ বাড়ছে বলে গুঞ্জন শোনা গেলেও অস্ট্রেলিয়া সিরিজের টাইগারদের সাথে কাজ করেননি তিনি। নিউজিল্যান্ড সিরিজে আবারও দলের সাথে যোগ দিচ্ছেন এ দক্ষিণ আফ্রিকান। গুঞ্জন আছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ পেতে পারেন প্রিন্স।
২০২২ সালে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে আসর পর্যন্ত বাংলাদেশ দলের সাথে প্রিন্স থাকছেন বলে জানিয়েছেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
অ্যাশওয়েল প্রিন্সের অধীনে জিম্বাবুয়ে সিরিজে দূর্দান্ত পারফর্ম করেন টাইগার ব্যাটসম্যানরা। ব্যাটসম্যানদের দাপটে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৮ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। এছাড়াও ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজেও ব্যাটসম্যানরা তাদের সাফল্য ধরে রাখেন।
তবে অস্ট্রেলিয়া সিরিজে কাজ না করলেও নিউজিল্যান্ড সিরিজে টাইগারদের ডেরায় যোগ দিবেন অ্যাশওয়েল প্রিন্স। টাইগারদের প্রথমদিনের অনুশীলনের দিন থেকেই থাকবেন তিনি।
সীমিত ওভারের ক্রিকেটে বলার মতো কোনো সাফল্য না থাকলেও টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ব্যাটসম্যান ছিলেন অ্যাশওয়েল প্রিন্স। জাতীয় দলের হয়ে ১১৯ ম্যাচে ৪৬৮৮ রান করেছেন তিনি। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ২০১৫ সালে সবধরনের ক্রিকেটকে বিদায় জানান তিনি।
ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানানোর পর কোচিংয়ে মনোনিবেশ করেন অ্যাশওয়েল প্রিন্স। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল কেপ কোবরাসের হেড কোচের দায়িত্ব পালন করেন। এছাড়াও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকেও কোচিং করিয়েছিলেন তিনি।
বাংলাদেশ দলের কোচিং প্যানেলে এ নিয়ে তিনজন প্রোটিয়া যুক্ত হলেন। এর আগে নিয়োগ পেয়েছিলেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো এবং ফিল্ডিং কোচ রায়ান কুক। এছাড়াও বাংলাদেশ দলের ফিজিও জুলিয়ান ক্যালিফাতোও দক্ষিণ আফ্রিকার নাগরিক।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]