লঙ্কান ব্যাটিং কোচ নিয়োগ দিল আফগানিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৩ পিএম, ১১ আগস্ট ২০২১
লঙ্কান ব্যাটিং কোচ নিয়োগ দিল আফগানিস্তান

পাকিস্তান সিরিজকে সামনে রেখে নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে কোচের নাম প্রকাশ করা হয়নি। এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, নিয়োগ পাওয়া এ ব্যাটিং কোচ শ্রীলঙ্কান।

চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। সেখানেই দলের সাথে যোগ দিবেন নতুন ব্যাটিং কোচ। এরপর অক্টোবরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ-২ এ খেলবে আফগানরা।

আফগান দলের প্রধান কোচ হিসেবে যোগ দিবেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার ল্যান্ড ক্লুজনার এবং ফিল্ডিং কোচ হিসেবে কাজ করবেন অলরাউন্ডার জন মুনি। এছাড়াও সম্প্রতি বোলিং কোচ হিসেবে অজি পেসার শন টেইটকে নিয়োগ দিয়েছে আফগান বোর্ড।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রয়েছে আফগান দলের দায়িত্ব নিবেন লঙ্কান ক্রিকেটার হাসান তিলাকারত্নে। ধারণা করা হচ্ছে তিনিই শ্রীলঙ্কা দলের ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছেন। তবে শেষ পর্যন্ত কে নিয়োগ পাচ্ছেন তা জানা যাবে এসিবির আনুষ্ঠানিক বিবৃতির পর।

হাসান তিলকারত্নে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ১৯৯৬ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। শ্রীলঙ্কা দলকে প্রতিনিধিত্ব করেছেন ১৯৮৬ থেকে ২০০৪ পর্যন্ত,

হাসান তিলকারত্নে বর্তমানে লঙ্কান নারী দলের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০০৭ সালে লঙ্কা দলের খন্ডকালীন কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও লঙ্কান অনূর্ধ্ব ১৯ এবং লঙ্কান প্রিমিয়ার লিগে প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটের অলিম্পিক যাত্রা, চেষ্টা করছে আইসিসি

ক্রিকেটের অলিম্পিক যাত্রা, চেষ্টা করছে আইসিসি

পাকিস্তান সিরিজে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা

পাকিস্তান সিরিজে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা

ইংল্যান্ড টেস্ট স্কোয়াডে ফিরলেন মঈন আলী

ইংল্যান্ড টেস্ট স্কোয়াডে ফিরলেন মঈন আলী

সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড