ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টে দলে ফিরেছেন মঈন আলী। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রথম টেস্টে ইংলিশ একাদশে ছিল না কোনো বিশেষজ্ঞ স্পিনার। সে কারণেই মঈন আলীকে দলে ভেড়ানো হয়েছে।
মঙ্গলবার ( ১০ আগস্ট) ইংলিশ স্কোয়াডে যোগ দিয়ে অনুশীলেন নামার কথা রয়েছে তাকে। লর্ডস টেস্টের একাদশে থাকতে পারেন মঈন আলী।
সর্বশেষ দুই বছরে মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন মঈন আলী। চলতি বছরে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের স্কোয়াডে ছিলেন। সে ম্যাচে বল হাতে শিকার করেছিলেন ৮ উইকেট।
চেন্নাই টেস্টে দুর্দান্ত পারফর্মেন্স করেও দলে জায়গা পাননি মঈন আলী। মূলত রোটেশন পলিসির কারণে সর্বশেষ ছয় মাসে টেস্ট দলে জায়গা পাননি ৩৪ বছর বয়সী এ অলরাউন্ডার।
দ্য হানড্রেডের দল বার্মিংহাম ফোনিক্সের অধিনায়ক মঈন আলী। সোমবার (৯ আগস্ট) ওয়েলস ফায়ারের বিপক্ষে ২৩ বলে সেঞ্চুরি করে দলকে পয়েন্ট টেবিলে শীর্ষে তুলেছেন তিনি। হ্যানড্রেডে দুর্দান্ত পারফর্ম করেও জাতীয় দলের ডাকে খেলা হবে না টুর্নামেন্টের বাকি অংশ।
২০১৯ সালে অ্যাশেজের ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ঘরের মাঠে খেলতে নামবেন মঈন আলী। অ্যাশেজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের লজ্জাজনক পরাজয়ের পর টেস্ট ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। খেলননি অ্যাশেজের পর হওয়া নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সফরে।
টেস্ট ক্রিকেটে ৬১ ম্যাচ খেলে ১৮৯ উইকেট শিকার করেছেন মঈন আলি। এছাড়াও ব্যাট হাতে ৫ সেঞ্চুরিতে করেছেন ২৮৩১ রান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]