ক্রিকেটের অলিম্পিক যাত্রা, চেষ্টা করছে আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৫ এএম, ১১ আগস্ট ২০২১
ক্রিকেটের অলিম্পিক যাত্রা, চেষ্টা করছে আইসিসি

করোনাভাইরাসের মাঝেই অনেকটা সফলভাবে শেষ হলো টোকিও অলিম্পিক। অলিম্পিকে নানা ইভেন্টের দেখা মিললেও বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টে নেই ক্রিকেট। এবার সেই উদ্যোগ নিল আইসিসি। এশিয়ার অন্যতম জনপ্রিয় এই ইভেন্টকে সংযুক্ত করতে অলিম্পিক কমিটির কাছে আবেদন করেছে ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। যার ফলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া অলিম্পিকে ক্রিকেট খেলার দ্বার উন্মোচিত হতে যাচ্ছে।

অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্তির দাবি অনেক আগে থেকেই। তবে, ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগ্রহী না থাকায় এতদিন ক্রিকেটকে অলিম্পিকে সংযুক্ত করার জন্য আবেদন করেনি আইসিসি। তবে, বিসিসিআই এবার নিজেদের মত বদলেছে।

ভবিষ্যতে অলিম্পিকে ক্রিকেট সংযুক্ত করা হলে তাতে ভারতের পুরুষ ও নারী দলের অংশগ্রহণ করবে বলে জানান ভারতীয় বোর্ড সচিব জয় শাহ। ভারতের আগ্রহ থাকায় অলিম্পিক কমিটির কাছে ক্রিকেটকে সংযুক্ত করার জন্য ইতিমধ্যেই আবেদন করেছে আইসিসি।

আইসিসির চেয়ারম্যান জর্জ গ্রেগ বার্কলে মনে করেন, অলিম্পিকে ক্রিকেট সংযুক্ত হলে আয়োজকরা যেমন লাভবান হবে তেমনি ক্রিকেটেরও প্রসার ঘটবে। তিনি বলেন, 'আইসিসির পক্ষ থেকে অলিম্পিক কমিটিকে ধন্যবাদ জানায় এত প্রতিকূল পরিস্থিতির মাঝেও সুন্দর করে টোকিও অলিম্পিক আয়োজন করায়।' 

তিনি আরও বলেন, 'অলিম্পিকে আমরা ক্রিকেটের লম্বা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আমাদের ৯০ শতাংশ দর্শক অলিম্পিকে ক্রিকেট দেখার জন্য মুখিয়ে আছে।' 

অলিম্পিকে সর্বশেষ ক্রিকেট ইভেন্ট হয়েছিল আজ থেকে ১২০ বছর আগে। সেই অলিম্পিকে ক্রিকেটে সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন।

অলিম্পিকে সর্বশেষ ক্রিকেট ম্যাচ হয় ১৯০০ সালে। সেবার অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সের প্যারিসে। অবাক করার ব্যাপার হলো সেবারের আসরে ক্রিকেটে সোনা জয়ের জন্য ফাইনালে লড়েছিল গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। দুই দিনের সেই ম্যাচে দুইটি অর্ধ শতক ও পাঁচ উইকেট নেয়া খেলোয়াড়ও ছিল। ফ্রান্সকে হারিয়ে সেবার সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিকেও ছিল ক্রিকেট, কারা জিতেছিল স্বর্ণ

অলিম্পিকেও ছিল ক্রিকেট, কারা জিতেছিল স্বর্ণ

দ্যা হান্ড্রেডে তাহিরের হ্যাটট্রিক (ভিডিও)

দ্যা হান্ড্রেডে তাহিরের হ্যাটট্রিক (ভিডিও)

কুককে টপকে নতুন  মাইলফলকে জো রুট

কুককে টপকে নতুন মাইলফলকে জো রুট

সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড