আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অজি পেসার শন টেইট। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।। অস্ট্রেলিয়ার সাবেক এ বোলারকে নিয়োগ দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
চলতি বছরে সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান। সে সিরিজেই আফগান দলের সাথে যোগ দিবেন টেইট। এছাড়াও দলে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এরপরের অস্ট্রেলিয়ার সিরিজেও আফগান দলের দায়িত্বে থাকবেন তিনি।
ক্যারিয়ারজুড়ে গতি এবং সুইংয়ের জন্য বেশ পরিচিত ছিলেন শন টেইট। বিশেষ ধরনের বোলিং অ্যাকশনের জন্য ‘দ্য উইল্ড থিং’ নামেও পরিচিতি পেয়েছিলেন। তবে ইনজুরির কারণে ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে পারেননি এ পেসার।
ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম বোলিংয়ের রেকর্ডও টেইটের দখলে। তিনি সে বল করেছিলেন ১৬০.১ কিলোমিটার গতিতে।
২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল তার। বল হাতে ২০.৩০ গড়ে ২৩ উইকেট শিকার করেছিলেন টেইট। আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার জার্সিতে ৫৯ ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন। এসময়ে অস্ট্রেলিয়ার হয়ে ৯৫ উইকেট শিকার করেন তিনি।
আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ না করতে পারলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত ছিলেন শন টেইট। খেলোয়াড়ী জীবনকে বিদায় দেওয়া পর কোচিংয়ে মনযোগী হন টেইট।
কোচিং ক্যারিয়ার শুরু করেন মেলবোর্ণ রেনিগেডসের হয়ে। এছাড়াও আবুধাবি টি-টেন লিগেও কোচিং করিয়েছেন তিনি। চলতি বছরের অনুষ্ঠিত হওয়া রয়্যাল লন্ডন কাপে কাউন্টি দল ডারহামের কোচিং প্যানেলে ছিলেন এ ডানহাতি পেসার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]