অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতেছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে স্বল্প পুঁজি নিয়েও জয়ে আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হারের স্বাদ নিতে হয়েছে। জয়-পরাজয়ের দোলাচলে চলা ম্যাচটি হেরে যাওয়ার পেছনে ‘দায়ী’ করা হচ্ছে বোলার সাকিব আল হাসানকে। ম্যাচটিতে সাকিবের চারটি ওভারই ছিল সবচেয়ে ব্যয়বহুল।
১০৪ রানের পুঁজি নিয়ে ফিল্ডিং করতে নামা বাংলাদেশ শুরুতেই অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিল। দলীয় তিন রানে অধিনায়ক ম্যাথিউ ওয়েড সাজঘরে ফিরলে দেখেশুনে খেলতে থাকে অস্ট্রেলিয়া। তবে ইনিংসের চতুর্থ ওভারে অঘটন ঘটিয়ে দেন ড্যান ক্রিস্টিয়ান।
বল হাতে নিজের দ্বিতীয় ওভারের প্রথম তিন বলেই ছক্কা খান সাকিব আল হাসান। ড্যান ক্রিস্টিয়ান সাকিবের পরের বলে কোন রান নিতে না পারলেও পরের দুই বলে আবারও ছক্কা হাঁকান। সাকিবের এক ওভারে পাঁচ ছক্কায় ৩০ রান নিয়ে দলকে জয়ের পথে ফেরান ড্যান ক্রিস্টিয়ান।
যদিও মোস্তাফিজুর রহমানের পরের ওভারগুলোতে আবারও ব্যাকফুটে যায় অস্ট্রেলিয়া। ১০৪ রানের স্বল্প পুঁজি নিয়েও এক সময় মনে হচ্ছিল জয় বাংলাদেশের পক্ষেও আসতে পারে। তবে সেটি আর হয়নি। এক ওভার বাকি থাকতেই সিরিজ প্রথম জয় তুলে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা থেকে মুক্তি পায় সফররত অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
এক ওভারে পাঁচ ছক্কা দেওয়া সাকিব আল হাসান চার ওভারে ৫০ রান দিয়েছেন। কোন উইকেট ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের এটাই সবচেয়ে ব্যয়বহুল ইনিংস। স্বল্প পুঁজি নিয়েও জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশ সাকিবের এমন বোলিংয়ে ‘হেরে গেছে’ ধারণায় স্যোশাল মিডিয়া চলে নানা সমালোচনা।
সাকিবের এমন পারফরম্যান্সে স্বামীর পাশে দাঁড়িয়েছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। ম্যাচ শেষ হওয়ার পরপরই যুক্ত রাষ্ট্র থেকে স্যোশাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে স্বামীর পাশে দাঁড়ান তিনি।
শিশির বলেন, ‘খেলায় যে বিষয়টি প্রভাব ফেলে তা হলো সে (সাকিব) যখন ভালো পারফর্ম করে, তখন দল জেতে। আর যখন সে ভালো খেলে না দল হেরে যায়। অর্থাৎ দলের প্রধান পারফরমার নিজের সেরাটা দিতে পারে না দলের জয় অনেকটাই কষ্টসাধ্য হয়ে ওঠে।’
একই সাথে সাকিব আল হাসানকে সাহসও দিয়েছেন শিশির। জানিয়েছেন দুশ্চিন্তার কিছু নেই। সামনে ঠিক দলের জয় ছিনিয়ে আনবেন বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার। সাকিব পত্নী আরও বলেন, ‘দুশ্চিন্তার কিছু নেই। পরের ম্যাচটিতেই সে (সাকিব) স্বরূপে ফিরবে।’
শুধু শিশির নয়, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও বিশ্বাস করেন -এমন বিশ্বসেরা অলরাউন্ডারের এমন একটি বাজে দিন আসতেই পারে। রিয়াদ বলেছেন, ‘সাকিব একজন চ্যাম্পিয়ন বোলার। ওর ওভারটা বেশ কঠিন ছিল। ক্রিস্টিয়ান মুহূর্তেই ম্যাচ ঘুরিয়ে ফেলেছে। টি-টোয়েন্টি ম্যাচে এ রকম হতেই পারে।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]