উইকেট ব্যাটিংয়ের জন্য খুব কঠিন ছিল : মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০১ পিএম, ০৮ আগস্ট ২০২১
উইকেট ব্যাটিংয়ের জন্য খুব কঠিন ছিল : মাহমুদউল্লাহ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করার পরেই ম্যাচেই লড়াই করে হারল বাংলাদেশ। টসে জিতে ব্যাট করে ১০৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। তবে ব্যাট হাতে ১০-১৫ রান কম হয়েছে বলে মনে করেন তিনি। এছাড়াও সাকিব আল হাসানের করা ওভার ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেও তা টি-টোয়েন্টি ক্রিকেটে ঘটতে পারে বলে মনে করেন তিনি।

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই ছক্কা মেরে রানের খাতা খোলেন ওপেনার সৌম্য সরকার। তবে এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে মাত্র ১০৪ রান সংগ্রহ করে।

উইকেট বুঝতে না পারায় রান কম হয়েছে বলে মনে করেন অধিনায়ক রিয়াদ। তিনি বলেন, ‘আমরা ভালোমত উইকেট করতে পারেনি। আমরা ১০-১৫ রান করেছি। ব্যাটিং বিভাগে আমাদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।’

উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ কঠিন ছিল বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ। এ বিষয়ে বলেন, ‘এ উইকেটে রান তাড়া করা সবসময়ই কঠিন। আজকের উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ কঠিন ছিল। আমরাও ব্যাটিং অর্ডার বড় রাখার চেষ্টা করেছিলাম। তবে ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি।’

অস্ট্রেলিয়াকে ১০৫ রানের লক্ষ্য দিয়েও বেশ চাপে ফেলেছিল টাইগার বোলাররা। সাকিব ছাড়া বাকি বোলাররা নিজেদের কাজ বেশ ভালোভাবে করেছেন। সাকিব নিজের কোটার পুরো চার ওভার বোলিং করে ৫০ রান দিয়েছেন। বাকিরা ১৫ ওভারে দিয়েছেন ৫৫ রান। এরপরেও বোলিং নিয়ে সন্তুষ্ট কাপ্তান রিয়াদ।

বোলিং নিয়ে রিয়াদ বলেন, ‘সাকিবের ওভারটা বেশ কঠিন ছিল। ক্রিস্টিয়ান মুহূর্তেই ম্যাচ ঘুরিয়ে ফেলেছে। টি-টোয়েন্টি ম্যাচে এ রকম হতেই পারে।’

এ রকম বোলিংয়ের পরও সাকিবের প্রশংসা করতে ভোলেননি টাইগার কাপ্তান। তিনি বলেন, ‘সাকিব একজন চ্যাম্পিয়ন বোলার।’

এছাড়াও ইনিংসের শেষের দিকের জন্য মোস্তাফিজের ওভারের কোটা পূরণ করার জন্য ওভার রাখতে হতো বলে মনে করেন তিনি। অজি ব্যাটিং লাইনআপকে আটকানোর জন্য শেষের দিকে মোস্তাফিজের ওভার বাকি রেখেছিলেন কাপ্তান।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সোমবার (৯ আগস্ট) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করায় আনুষ্ঠানিকতা ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মুম্বাইয়ে সাথে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিবে ওমান

মুম্বাইয়ে সাথে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিবে ওমান

আইপিএলে কোয়ারেন্টাইনে থাকতে হবে না যাদের

আইপিএলে কোয়ারেন্টাইনে থাকতে হবে না যাদের

দীর্ঘ মেয়াদে ছিটকে গেলেন আর্চার, খেলতে পারবেন না বিশ্বকাপ

দীর্ঘ মেয়াদে ছিটকে গেলেন আর্চার, খেলতে পারবেন না বিশ্বকাপ

টি-টোয়েন্টি অভিষেকে প্রথম হ্যাটট্রিক, ইতিহাস গড়লো নাথান এলিস

টি-টোয়েন্টি অভিষেকে প্রথম হ্যাটট্রিক, ইতিহাস গড়লো নাথান এলিস