বাংলাদেশ সফরে প্রথমবারের মতো সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। তবে অজিদের এ ব্যর্থতা দেখতে পারেছে না দেশটির জনগণ। বাংলাদশ-অস্ট্রেলিয়ার মধ্যকার চলমান সিরিজ সম্প্রচার করছে না অস্ট্রেলিয়ার টেলিভিশন। এর মধ্যে অভিযোগ উঠেছে দেশটির প্রধান ক্রীড়া বিষয়ক চ্যানেল ফক্স স্পোর্টস খেলা সম্প্রচার করতে অযৌক্তিক দাবি করেছিল।
অস্ট্রেলিয়া সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ সম্প্রচার করতে কোনো অর্থ খরচ করতে রাজি ছিল না দেশটির প্রধান ক্রীড়া বিষয়ক চ্যানেল ফক্স স্পোর্টস। বরঞ্চ তারা মূল সম্প্রচারকদের কাছ থেকে দাবি করেছিল বিশাল পরিমাণ অর্থ।
মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে টিভি স্বত্ব কিনে নিয়েছিল সম্প্রচারকরা। ফক্স স্পোর্টস নিজেদের সিদ্ধান্ত বদল না করায় গাটের টাকা খরচ করে অস্ট্রেলিয়ায় খেলা সম্প্রচার করেনি সম্প্রচারকরা।
অস্ট্রেলিয়া সফর নিয়ে শুরু থেকেই শঙ্কা ছিল। সে কারণেই সম্প্রচার করতে আগ্রহ দেখায়নি অস্ট্রেলিয় কোনো ক্রীড়া চ্যানেল। তবে বাংলাদেশে পা রাখার পর আবারও অস্ট্রেলিয়ার চ্যানেলগুলোর সাথে যোগাযোগ করা হয়। তবে কোনো সাড়া না পাওয়ায় তা আর সম্ভব হয়নি।
অস্ট্রেলিয়ার টিভি চ্যানেলগুলোর দাবি ছিল, বাংলাদেশ সিরিজের খেলা সম্প্রচার করে তারা কোনোভাবেই আর্থিকভাবে লাভবান করতে পারবে না। তাই তারা অলিম্পিক, দ্য হান্ড্রেড এবং ইংল্যান্ড-ভারত টেস্ট ম্যাচের মতো টুর্নামেন্ট আয়োজনে মনোযোগী ছিল।
তবে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ সিরিজ দেখতে না পেয়ে তাদের ক্রীড়াঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন অ্যাগারদের মতো তারকারা এ রকম সিদ্ধান্তের তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন।
অস্ট্রেলিয়ার কোনো খেলা দেশটিতে সম্প্রচার না করার সর্বশেষ ঘটনা ঘটেছিল ১৯৯৪ সালের পাকিস্তান সফরে। এরপর থেকেই অস্ট্রেলিয়ার সকল সিরিজ সম্প্রচার করেছিল দেশটির মিডিয়া। দীর্ঘ ২৬ বছর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে তাদের ম্যাচ দেখতে না পারার ঘটনা ঘটলো।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]