মুম্বাইয়ে সাথে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিবে ওমান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৪ এএম, ০৮ আগস্ট ২০২১
মুম্বাইয়ে সাথে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিবে ওমান

বিশ্বকাপের মূল পর্ব খেলার আগে ওমানকে খেলতে হবে বাছাই পর্ব। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করতে মাঠে নামতে চায় ওমানও। নিজেদের প্রস্তুত করতে ওমান বেছে নিয়েছে ভারতের মুম্বাই ক্রিকেট দলকে। তাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেই বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিবে ওমান।

বিশ্বকাপের আগে মুম্বাই ক্রিকেট দলের বিপক্ষে ৫-৬টি টি-টোয়েন্টি খেলতে আগ্রহ প্রকাশ করে ওমান। ওমান ক্রিকেট বোর্ডের প্রধান পঙ্কজ খিমজি ব্যাপারটি নিশ্চিত করে। প্রাথমিক ভাবে ১৯ আগস্ট ওমানে আসার কথা রয়েছে মুম্বাই ক্রিকেট দলের।

ওমান ক্রিকেট বোর্ড এর পক্ষে মুম্বাই ক্রিকেটের পরিচালক সঞ্জয় নাইকের কাছে এ প্রস্তাব পেশ করা হয়। ওমানের আবেদনের প্রেক্ষিতে ইতিবাচক সাড়া দিয়েছে মুম্বাই ক্রিকেট। দলটির মেন্ডিস বলেন, 'হ্যা, মুম্বাই দল ওমানে খেলতে হবে। বিস্তারিত বিষয়াদি নিয়ে তাদের সাথে আলাপ চলছে।'

ওমান এবং মুম্বাই ক্রিকেট দল ভিন্ন শ্রেণীর হলেও দুই দলের জন্যই এই সিরিজ জরুরি। ওমান যেমন বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি করার ভালো সুযোগ পেলো তেমনি ঘরোয়া মৌসুম শুরুর আগে একটা জাতীয় দলের বিপক্ষে খেলে নিজেদের প্রস্তুতিটাও সেরে রাখার সুযোগ পাচ্ছে মুম্বাই ক্রিকেট।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে কোয়ারেন্টাইনে থাকতে হবে না যাদের

আইপিএলে কোয়ারেন্টাইনে থাকতে হবে না যাদের

নটিংহ্যাম টেস্ট : ব্যাট হাতে বড় স্কোর গড়তে ব্যর্থ ভারত

নটিংহ্যাম টেস্ট : ব্যাট হাতে বড় স্কোর গড়তে ব্যর্থ ভারত

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্যোশাল মিডিয়ায় প্রসংশার বন্যা

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্যোশাল মিডিয়ায় প্রসংশার বন্যা

গুরুত্বপূর্ণ সময়ে ছেলেরা বুক চিতিয়ে লড়েছে : মাহমুদউল্লাহ

গুরুত্বপূর্ণ সময়ে ছেলেরা বুক চিতিয়ে লড়েছে : মাহমুদউল্লাহ