গুরুত্বপূর্ণ সময়ে ছেলেরা বুক চিতিয়ে লড়েছে : মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০৭ আগস্ট ২০২১
গুরুত্বপূর্ণ সময়ে ছেলেরা বুক চিতিয়ে লড়েছে : মাহমুদউল্লাহ

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে। তৃতীয় ম্যাচে বড় সংগ্রহ দাঁড় করাতে না পারলেও অস্ট্রেলিয়াকে জয় থেকে ১১ রান আগেই থামিয়ে দিয়েছে টাইগাররা। এতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় নিশ্চিত হয়েছে। দলের গুরুত্বপূর্ণ সময়ে সবাই বুক চিতিয়ে লড়াই করেছে বলে জানান বাংলাদেশ কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ।

মিরপুরে শুক্রবার (৬ জুলাই) টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে টাইগাররা। আগের দুই ম্যাচের ধারাবাহিকতায় তৃতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ জয় থেকে বঞ্চিত হয় অস্ট্রেলিয়া। ম্যাচ জিতে নিজ দলের ক্রিকেটারদের লড়াকু মনোভাবের প্রশংসা করেছেন কাপ্তান রিয়াদ।

ক্রিকেটার লড়াকু মানসিকতার প্রশংসা করে মাহমুদউল্লাহ বলেন, ‘গুরুত্বপূর্ণ সময়ে ছেলেরা বুক চিতিয়ে লড়াই করেছে। আজকে ছেলেরা যেভাবে লড়াই করেছে তা অসাধারণ। আমি খুশি।’

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ড্রেসিং রুমে ফেরেন সৌম্য সরকার এবং নাঈম শেখ। দ্রুতই দুই উইকেট হারালে দলের হাল ধরেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং টাইগার দলনেতা মাহমুদউল্লাহ রিয়াদ। দুইজন মিলে ১৬-১৭ ওভার পর্যন্ত ক্রিজে থাকার পরিকল্পনা করেন। তবে ১৭ বলে ২৬ রান করে দ্রুতই প্যাভিলিয়নের পথ ধরেন সাকিব আল হাসান। অপরদিকে রিয়াদ শেষ ওভার পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন। শেষ পর্যন্ত ৫৩ বলে ৫২ রান করে বিদায় নেন। দলের বিপদে ব্যাট হাতে হাল ধরেই তিনিই ম্যাচ সেরা নির্বাচিত হন।

নিজের ব্যাটিং নিয়ে রিয়াদ বলেন, ‘আমি আর সাকিব যখন ব্যাটিং করছিলাম তখন আমরা ভাবছিলাম আমি বা সাকিব যেকোনো একজন ১৬-১৭ ওভার উইকেটে থাকতে হবে। একজন ব্যাটসম্যান উইকেটে সেট না হলে অন্য ব্যাটসম্যানের জন্য কাজটা বেশ কঠিন হবে। কারণ বল ধীরে আসছিল এবং সুইন করছিল। অস্ট্রেলিয়া কন্ডিশনের সুবিধাকে বেশ ভালোভাবে কাজে লাগিয়েছিল।’

অস্ট্রেলিয়া কন্ডিশন বুঝে খেললেও ম্যাচ নিজেদের করে নিতে পারেনি। এ জন্য বোলারদের কৃতিত্ব দিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি বলেন, ‘আমাদের বোলাররা বেশ ভালো বোলিং করেছে। কন্ডিশনকে ব্যবহার করে কাটার, স্লোয়ার বল করেছে। আমরা আমাদের পরিকল্পনা ঠিক রেখেছি। সেটার ফলও পেয়েছি।’

কাটার মাস্টার মোস্তাফিজ কোনো উইকেট শিকার না করলেও ৪ ওভারে মাত্র ৯ রান দিয়েছেন। ম্যাচ শেষে তাকেও প্রশংসায় ভাসিয়েছেন রিয়াদ।

মোস্তাফিজের বিষয়ে রিয়াদ বলেন, ‘মোস্তাফিজ আজকেও দারুণ বোলিং করেছে। শরিফুল এবং অন্য বোলাররা দুর্দান্ত প্রস্তুতি নিয়ে এসেছে। তারা মাঠে আজকে পরিকল্পনা মতো কাজ করেছে। তবে মোস্তাফিজ অসাধারণ ছিলো।’

১২৭ রানের ছোট সংগ্রহ নিয়ে লড়াই করতে নেমে বাংলাদেশের জন্য প্রয়োজন ছিলো দুর্দান্ত বোলিং। সে কাজটা বেশ ভালোভাবেই করেছেন টাইগার বোলাররা। মাঠে নামার পরেই সাকিব বোলারদের নিজেদের সেরাটা দেওয়ার কথা বলেছেন বলে জানান কাপ্তান রিয়াদ।

এ বিষয়ে রিয়াদ বলেন, ‘মাঠে নামার সময়ে সাকিবের সাথে কথা বলছিলাম। সাকিব বলছিল যাই হোক না কেন আমাদের লড়াই করতে হবে, ভালো বোলিং করতে হবে। উইকেট পেয়ে রানরেট ৮-৯ এ নিতে পারলেও আমরা জিতে যাবো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ‍সিরিজ জয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ‍সিরিজ জয়

টি-টোয়েন্টি অভিষেকে প্রথম হ্যাটট্রিক, ইতিহাস গড়লো নাথান এলিস

টি-টোয়েন্টি অভিষেকে প্রথম হ্যাটট্রিক, ইতিহাস গড়লো নাথান এলিস

দীর্ঘ মেয়াদে ছিটকে গেলেন আর্চার, খেলতে পারবেন না বিশ্বকাপ

দীর্ঘ মেয়াদে ছিটকে গেলেন আর্চার, খেলতে পারবেন না বিশ্বকাপ

শূন্যতে আউট কোহলি, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভারত

শূন্যতে আউট কোহলি, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভারত