টি-টোয়েন্টি অভিষেকে প্রথম হ্যাটট্রিক, ইতিহাস গড়লো নাথান এলিস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৮ এএম, ০৭ আগস্ট ২০২১
টি-টোয়েন্টি অভিষেকে প্রথম হ্যাটট্রিক, ইতিহাস গড়লো নাথান এলিস

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইনিংসে শেষ তিন বলে তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে অভিষেকেই হ্যাটট্রিকের দেখা পেলেন অভিষিক্ত অজি পেসার নাথান এলিস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে অভিষেকেই হ্যাটট্রিকের দেখা পেলেন তিনি।

বাংলাদেশের ইনিংসে শেষ তিন বলে মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান এবং মাহেদি হাসানকে প্যাভিলিয়নে ফেরান নাথান এলিস। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের অভিষেক টি-টোয়েন্টি খেলতে নেমছিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর কোনো বোলারই অভিষেকেই হ্যাটট্রিক করতে পারেননি।

মিরপুরের শুক্রবার (৬ আগস্ট) পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচে নামেন নাথান এলিস। তবে নেমে প্রথম দিকে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে বেশ খরুছে ছিলেন তিনি।

পুরো ম্যাচে নিজের কোটার প্রথম তিন ওভারে ২৯ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেন নি নাথান এলিস। অথচ তিনিই কিনা শেষ ওভারে হ্যাটট্রিক করে দিনের আলো পুরোটাই নিজের করে নিলেন।

নাথান এলিসের প্রথম শিকার ছিলেন বাংলাদেশ কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ। বিশতম ওভারের চতুর্থ বলে ইনসুইঙ্গারে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন রিয়াদ। পঞ্চম বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে মিচেল মার্শের হাতে ক্যাচ তুলে দেন মোস্তাফিজুর রহমান। ইনিংসের শেষ বলে মাহেদী হাসান ডিপ স্কয়ার লেগ অঞ্চলে অ্যাশটন অ্যাগারের হাতে ক্যাচ তুলে দেন।

শেষ পর্যন্ত প্রথম তিন ওভারে খরুচে থাকা এলিসই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন। টি-টোয়েন্টি অভিষেকে কোনো বোলারের এটিই প্রথম হ্যাটট্রিকের ঘটনা।

আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টিতে ১৭তম হ্যাটট্রিকের ঘটনা। এছাড়াও বাংলাদেশের বিপক্ষে এটি চতুর্থ হ্যাটট্রিকের ঘটনা।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বোলারদের এটি দ্বিতীয় হ্যাটট্রিকের ঘটনা। এর আগে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে ব্রেট লি বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। যা কিনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম হ্যাটট্রিক ছিলো।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

দীর্ঘ মেয়াদে ছিটকে গেলেন আর্চার, খেলতে পারবেন না বিশ্বকাপ

দীর্ঘ মেয়াদে ছিটকে গেলেন আর্চার, খেলতে পারবেন না বিশ্বকাপ

মেহেদীর পছন্দ নতুন বলের চ্যালেঞ্জ

মেহেদীর পছন্দ নতুন বলের চ্যালেঞ্জ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের আশা বিসিবি সভাপতির

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের আশা বিসিবি সভাপতির

আইপিএলের এক মাস আগেই দুবাইয়ে ঘাটি গাড়ছে চেন্নাই

আইপিএলের এক মাস আগেই দুবাইয়ে ঘাটি গাড়ছে চেন্নাই