ভাগ্য যেন সহায় হচ্ছে না ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারের। ইনজুরি যেন পিছু ছাড়ছে না তার। কনুইয়ের অস্ত্রোপাচারের ধকল কাটিয়ে মাঠেও ফিরেছিলেন আর্চার। কিন্তু বেশিদিন আর মাঠে থাকা হলো না তার। পুরনো চোটটা পুনরায় অস্বস্তি দেয়ায় মাঠের বাইরে চলে যেতে হলো তাকে। চলতি বছরের বাকিটা সময় দর্শক হয়ে কাটাতে হবে এই পেসারকে।
ইসিবির সূত্রমতে, চলমান ইংল্যান্ড বনাম ভারত সিরিজ তো নয়ই, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অ্যাশেজ সিরিজেও তাকে মাঠে পাওয়ার সম্ভাবনা নেই।
এক বিবৃতিতে ইসিবি জানায়, 'আর্চারের ডান কনুইয়ে গত সপ্তাহে স্ক্যান করানো হয়। স্ক্যানে তার ডান কনুইয়ে ফ্র্যাকচার ধরা পড়ে। এর ফলে সে এই বছরের বাকি সময়ে আর ক্রিকেটে ফিরতে পারছে না ।'
বিবৃতিতে আরো বলা হয়, ' সামগ্রিক অবস্থা বিবেচনা করে আর্চার চলতি বছর থেকে এবং ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ, আইসিসি টি-২০ বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় অ্যাশেজ সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]